ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বুধবার ইংল্যান্ড যাচ্ছেন মুস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
বুধবার ইংল্যান্ড যাচ্ছেন মুস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছিলেন বেশ কয়েকদিন আগেই।   ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সাসেক্সে যোগ দিতে পুরোপুরি প্রস্তুত ছিলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

তবে ভিসা পেতে বিলম্ব হওয়ার কারণে অপেক্ষা বাড়ছিল এ বাঁহাতি পেসারের।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে ইংল্যান্ডের ভিসা হাতে পেয়েছেন মুস্তাফিজ। টিকিট কাটাও হয়ে গেছে। বুধবার (২০ জুলাই) সকাল ১০ টা ১০ মিনিটে লন্ডনের বিমানে চড়বেন সাতক্ষীরার এ তরুণ।

তাই বলা যায়, আগামী ২১ জুলাই এসেক্সের বিপক্ষে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেক হচ্ছে মুস্তাফিজের।

আইপিএল মাতিয়ে আসা মুস্তাফিজের সাসেক্সে খেলতে যাওয়া নিয়ে আলোচনা কম হয়নি।   আইপিএল থেকে ফিরেছিলেন হ্যামস্ট্রিং ও অ্যাঙ্কেলের চোট নিয়ে। সঙ্গে শারীরিক দুর্বলতা ও মানসিক অবসাদ মিলিয়ে তার ইংল্যান্ড যাওয়া অনিশ্চিত মনে হচ্ছিল। সব বাধা টপকে ইংল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুত মুস্তাফিজ। এ তরুণকে দলে পেতে টুর্নামেন্টের শুরু থেকেই মুখিয়ে ছিলেন সাসেক্সের অধিনায়ক লুক রাইট। অবশেষে সাসেক্সের আশা পূরণ হতে যাচ্ছে। কালই মুস্তাফিজ যোগ দেবেন সাসেক্সের ডেরায়।

কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেকেই চ্যাম্পিয়ন শিরোপার স্বাদ নিয়েছেন। আইপিএলের পর এবার কাউন্টি। কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন মুস্তাফিজ। যেখানে টি-টোয়েন্টি ফরমেটের পাশাপাশি ওয়ানডে আর চারদিনের ম্যাচও অনুষ্ঠিত হবে। তবে, সাসেক্স মুস্তাফিজকে শুধুমাত্র রঙিন পোশাকেই খেলাবে বলে চুক্তি করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল গত ১৫ জুলাই সাসেক্সের হয়ে প্রথম ম্যাচটি খেলবেন মুস্তাফিজ। তবে ভিসা জটিলতার কারণে তা আর হয়নি। সাসেক্সের হয়ে কাটার মাস্টারকে ২১ জুলাইয়ের ম্যাচে মাঠে দেখা যেতে পারে।

আগামী ০২ আগস্ট পর্যন্ত সাসেক্সের পূর্ণ সূচি বলা সম্ভব হচ্ছে। কেননা, ০২ আগস্টের পর শুরু হবে নকআউট পর্বের ম্যাচ। নকআউট পর্বের সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

সে হিসেবে টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে সাসেক্সের জার্সিতে কমপক্ষে ৭টি ম্যাচ খেলতে পারবেন বাংলাদেশের কাটার মাস্টার। তাতে তিনটি টি-টোয়েন্টি আর চারটি ওয়ানডেতে মাঠে নামতে পারবেন তিনি। আর তার দল যদি এই দুই ফরমেটের নকআউট পর্বে উঠে যায়, সেক্ষেত্রে মুস্তাফিজের ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারে।

২১ জুলাই প্রত্যাশিতভাবে মাঠে নামলে মুস্তাফিজের প্রতিপক্ষ হবে এসেক্স। বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরের দিন সারের বিপক্ষে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে নামবে মুস্তাফিজের দল। দুটিই টি-টোয়েন্টি ফরমেটের ম্যাচ। ২৪ জুলাই গ্লস্টারশায়ারের বিপক্ষে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ওয়ানডে ফরমেটে মাঠে নামবে সাসেক্স।

২৭ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুস্তাফিজের দল হ্যাম্পশায়ারের বিপক্ষে ওয়ানডে খেলবে। আর পরের দিন রাত সাড়ে ১১টায় গ্ল্যামারগানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরমেটে খেলবে সাসেক্স।

৩০ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৪টায় সমারসেটের বিপক্ষে ওয়ানডে খেলবে মুস্তাফিজের দলটি। আর ০২ আগস্ট কেন্টের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ওয়ানডে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খেলবে সাসেক্স।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ১৯ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।