ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হারের পর ইংলিশ দলে বড় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
হারের পর ইংলিশ দলে বড় পরিবর্তন অ্যান্ডারসন-স্টোকস-রশিদ-ছবি:সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি (লর্ডস) ৭৫ রানে হেরে লজ্জায় পড়েছে ইংল্যান্ড। তাই ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা।

১৪ সদস্যের দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন, অলরাউন্ডার বেন স্টোকস ও লেগ স্পিনার আদিল রশিদকে।

 

অ্যান্ডারসন ও স্টোকস প্রথম টেস্টে ইনজুরিতে ছিলেন। তবে কাউন্টি চ্যাম্পিয়নসশিপের ম্যাচে খেলে নিজেদের ফিটনেস প্রমাণ করেছেন তারা। দ্বিতীয় টেস্টে রশিদের খেলাটাই ইংলিশদের শক্তি হতে পারে। কারণ পাকিস্তানের প্রথম টেস্ট জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া ইয়াসির শাহ।

এদিকে রশিদ দলে আসা মানে মঈন আলী সহ দুই স্পিনারকে নিয়ে শঙ্কায় থাকতে হবে। কিন্তু ইংলিশ কন্ডিশনে দুই স্পিনার না খেলানোর সম্ভাবনাই বেশি। তাই এ বছর সাত টেস্টে ৯২ গড়ে বোলিং করা মঈনকে বসিয়ে দিতে পারে ইংলিশরা। অন্যদিকে রশিদ কাউন্টি চ্যাম্পিয়নসশিপে এই মৌসুমে ৩৫.৩০ গড়ে ২০ উইকেট নিয়েছেন। সেই সঙ্গে ৩৭.৪৪ গড়ে ৩৩৭ রান করেছিলেন তিনি।

২২ জুলাই দু’দলের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ড দল:
অ্যালিস্টার কুক (অধিনায়ক), অ্যালেক্স হেলস, জো রুট, জেমস ভিন্স, গ্যারি ব্যালেন্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মঈন আলী, আদিল রশিদ, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিন, জ্যাক বল।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।