ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

২০১৯ বিশ্বকাপের ব্যবস্থাপনা পরিচালক এলওর্থি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
২০১৯ বিশ্বকাপের ব্যবস্থাপনা পরিচালক এলওর্থি স্টিভ এলওর্থি-ছবি:সংগৃহীত

ঢাকা: ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন স্টিভ এলওর্থি। আগামী বিশ্বকাপটি আয়োজনে দায়িত্বে পেয়েছে ইংল্যান্ড ও ওয়েলস।

এলওর্থি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একটি বড় পদে দায়িত্বরত আছেন।

 

এলওর্থি দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ছিলেন। তবে এবারই প্রথম নয়, তিনি এর আগে ২০০৭ এবং ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির পরিচালনার কাজও করেছেন।

প্রোটিয়া সাবেক ক্রিকেটারের কাজের কেন্দ্র থাকবে লর্ডসকে ঘিরে। তিনি ২০১৯ পুরুষ ও নারী দুই বিশ্বকাপেই কাজ করবেন। এছাড়া ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে মেজর দায়িত্বেই থাকছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।