ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

স্থানীয় ট্রেনার দিয়েই শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
স্থানীয় ট্রেনার দিয়েই শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে বুধবার (২০ জুলাই)। জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ছুটি কাটিয়ে দেশে না ফেরায় স্থানীয় ট্রেনার ইফতেখারুল ইসলামের অধীনে শুরু হবে মাশরাফি-মুশফিকদের ক্যাম্প।

 

বুধবার সকাল সোয়া ৮টায় একাডেমি ভবনে ক্রিকেটারদের রিপোর্টিং শেষে সাড়ে ৮টায় শের-ই-বাংলা স্টেডিয়ামের জিমে শুরু হবে ক্যাম্প। প্রথমদিন কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ক্যাম্পে ফিটনসে নিয়ে কাজ হবে প্রায় ১০ দিন। এরপর স্কিল ট্রেনিং। বাংলাদেশ দলের কোচিং স্টাফরা যোগ দেবেন স্কিল ট্রেনিংয়ের আগে।

জাতীয় দলের শ্রীলঙ্কান ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে শুরু হওয়ার কথা ছিল কন্ডিশনিং ক্যাম্প। তার অনুপস্থিতির ব্যপারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার (১৯ ‍জুলাই) সংবাদমাধ্যমকে জানান, ‘বিদেশিদের মধ্যে ভিল্লাভারায়নের আগেই আসার কথা ছিল। কিন্তু পারিবারিক কারণে সে আসতে পারছে না।   তার পরিবার অস্ট্রেলিয়ায় থাকবে নাকি শ্রীলঙ্কায় থাকবে সেটা নিয়ে সিদ্ধান্ত নিতেই তার সময় লাগছে। ’

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বাকি কোচিং স্টাফরা আগস্টের প্রথম সপ্তাহেই যোগ দেবেন বলে জানান জালাল ই‌উনুস, ‘জাতীয় দলের কোচিং স্টাফরা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে চলে আসবেন। তারা আসার আগ পর্যন্ত স্থানীয় ট্রেনার এই প্রোগ্রাম পরিচালনা করবেন। ’

কোচদের ছুটি দীর্ঘ হওয়ার কারণ জানতে চাওয়া হলে বিসিবির এই পরিচালক বলেন, ‘যেহেতু এই কয়েকদিন গুরুত্বপূর্ণ কিছু নেই, তাই স্কিল ক্যাম্প শুরু হওয়ার আগে পর্যন্ত তারা সময় নিচ্ছেন। আশা করি আগামী মাসের প্রথম সপ্তাহে তারা চলে আসবেন। ’

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ঈদের আগেই (৩০ জুন) ঘোষণা করা হয় বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড। প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্সের সুবাদে দীর্ঘদিন পর জাতীয় দলের আঙ্গিনায় ফিরেছেন শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান ও সোহরাওয়ার্দী শুভ।

বুধবার সকালে নতুন-পুরনো ক্রিকেটারদের পদচারণায় মুখর হবে হোম অব ক্রিকেট। তবে ক্যাম্পের শুরুতে থাকতে পারছেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব। কাউন্টি খেলতে বুধবার সকালেই ইংল্যান্ড যাচ্ছেন মুস্তাফিজ।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, সাব্বির রহমান রুম্মান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহিদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ১৯ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।