ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

স্যার ভিভের দেখা পেয়ে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
স্যার ভিভের দেখা পেয়ে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: চার টেস্টের সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দল এখন ওয়েস্ট ইন্ডিজে। আগামী ২১ জুলাই থেকে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

দুটি প্রস্তুতি ম্যাচে ড্র করলেও মূল ম্যাচে মাঠের লড়াই শুরুর আগে ক্যারিবিয়ান জীবন্ত কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে সময় কাটালেন বিরাট কোহলিরা। যার নামে স্টেডিয়াম নির্মিত স্বয়ং সেই কিংবদন্তির (স্যার ভিভ রিচার্ডস) দেখা পেলে তো উচ্ছ্বাসে ভেসে যাওয়ারই কথা টিম ইন্ডিয়ার সদস্যদের!

৬২ বছর বয়সী ক্যারিবীয় এই লিজেন্ড নিজেই গিয়েছিলেন বিরাট কোহলিদের হোটেলে। আর ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে সামনে পেয়ে প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন সফরকারী ক্রিকেটাররা। সেখানে  কিছু পরামর্শও দিয়েছেন অনিল কুম্বলের শিষ্যদের।

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি, ওপেনার শিখর ধাওয়ান, আজিঙ্ক রাহানে, মুরালি বিজয়, স্টুয়ার্ট বিন্নি ও লোকেশ রাহুল।

ক্রিকেটারদের সঙ্গে রিচার্ডসের সাক্ষাৎ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডও উচ্ছ্বসিত। বিসিসিআই টুইট করে জানায়, ‘অ্যান্টিগাতে দ্য কিং ভিভ রিচার্ডস আর দ্য প্রিন্স ভি কোহলি একত্রিত হয়েছিলেন। টিম ইন্ডিয়ার অন্য সদস্যদের সঙ্গেও তিনি দেখা করেছেন। সত্যিই এই সাক্ষাৎ চিরস্মরণীয় হয়ে থাকবে। ’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিজ্ঞতার কথা জানিয়ে কোহলি জানান, ‘কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে স্মরণীয় সময় কাটলো। আমার জন্য এটা দারুন কিছু। তার কাছ থেকে স্বর্ণের মতো মূল্যবান কিছু উপদেশ পেয়েছি। #কৃতজ্ঞ। #স্মরণীয়। ’
লোকেশ রাহুল লিখেছেন, ‘এটা একজন বড় ভক্তের জন্য, ভিভ রিচার্ডসের দারুণ কিছু পরামর্শ ছিল। অসাধারণ একজন কিংবদন্তি। ’

ধাওয়ান টুইট করেন, ‘গ্রেট স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথন দারুণ উপভোগ করলাম। এখনো দারুণ খুশি লাগছে। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১৯ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।