ঢাকা: মিরপুরের সকালটা আজ বেশ স্নিগ্ধ। শ্রাবনের মেঘলা আবহাওয়া মন ছুঁয়ে যাওয়ার মতো।
ইংল্যান্ড সিরিজের জন্য আজ থেকে মিরপুরে শুরু হয়েছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। সকাল ৮টার মধ্যেই একাডেমি ভবনে হাজির ক্রিকেটাররা। দীর্ঘদিন পর জাতীয় দলের প্র্যাকটিস জার্সি গায়ে উচ্ছ্বাসটা প্রকাশ করলেন অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ, ‘এমন একটা ভোরের অপেক্ষাতেই ছিলাম। জাতীয় দলের জার্সিটা অনেক দিন পর পড়লাম। এর অনুভূতি আসলে অন্যরকম। চেষ্টা থাকবে মূল দলে জায়গা করে নেয়ার। ’
শুভর মতো রকিবুল হাসানও জাতীয় দলের আঙ্গিনায় পাঁচ বছর পর। তাইতো যারপরনাই খুশি এ টপঅর্ডার ব্যাটসম্যান, লম্বা সময় পর সুযোগ পেয়েছি। সুযোগ কাজে লাগাতে যথাসাধ্য চেষ্টা করবো। আজকের সকালটা আমার জন্য বিশেষ কিছু। ’
ওপেনার শাহরিয়ার নাফিস ফিরলেন ৩ বছর পর। সর্বশেষ ২০১৩ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলেছিলেন এ বাঁহাতি। ৩ বছর পর দলে ফেরা নাফীসের লক্ষ্য ক্যাম্পের কার্যক্রমে পূর্ন মনোনিবেশ।
নতুন-পুরনো ক্রিকেটারদের পদচারণায় মুখর হোম অব ক্রিকেট' শের-ই-বাংলা স্টেডিয়াম। জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ছুটি কাটিয়ে দেশে না ফেরায় স্থানীয় ট্রেনার ইফতেখারুল ইসলামের তত্ত্বাবধানে ক্যাম্প শুরু করেছেন মাশরাফি-মুশফিকরা।
ফিটনেস নিয়ে প্রথম দিনের উল্ল্যেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিপ টেস্ট। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ইনডোরে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বিপ টেস্ট দেবেন ক্রিকেটাররা, এমনটি জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
৩০ ক্রিকেটারের মধ্যে সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাকিব আল হাসান। সাসেক্সের হয়ে কাউন্টিতে খেলতে ইংল্যান্ডের উদ্দ্যেশে আজই (বুধবার, ২০ জুলাই) যাত্রা করেছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এ দু’জন ছাড়া সকল ক্রিকেটারই যোগ দিয়েছেন ক্যাম্পে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, সাব্বির রহমান রুম্মান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহিদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ২০ জুলাই, ২০১৬
এসকে/এমএমএস