ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সিপিএলের প্রথম প্লে-অফে সাকিবের জ্যামাইকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
সিপিএলের প্রথম প্লে-অফে সাকিবের জ্যামাইকা ছবি: সংগৃহীত

ঢাকা: সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে টানা দুই ম্যাচে হারলেও সরাসরি ফাইনাল নিশ্চিতের সুযোগ থাকছে সাকিব-গেইলদের সামনে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম প্লে-অফ নিশ্চিত করেছে জ্যামাইকা তালাওয়াস।

প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

লিগ পর্বের শেষ ম্যাচে ড্যারেন স্যামির সেন্ট লুসিয়ার কাছে ১৭ রানে হার মানে জ্যামাইকা। ১৯৫ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেটে ১৭৭। এর আগের ম্যাচেও মুখোমুখি হয়েছিল দু’দল। ২৭ জুলাইয়ের ম্যাচটিতে তালাওয়াসকে ৬৩ রানে পরাজিত করে সেন্ট লুসিয়া।

অধিনায়ক ক্রিস গেইলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩০ (১৫) রান। চাদউইক ওয়াল্টন ১৫, কুমার সাঙ্গাকারা ২৪, রোভম্যান পাওয়েল ২৮, আন্দ্রে রাসেল ২১, তিমরয় অ্যালেন ১৯ রান করে আউট হন। অ্যালেক্স রস ২৩ ও সাকিব আল হাসান ৯ রানে অপরাজিত থাকেন।

সেন্ট লুসিয়ার হয়ে শেন শিলিংফোর্ড দু’টি ও একটি করে উইকেট নেন ডেলোর্ন জনসন, জেরোম টেইলর, শেন ওয়াটসন ও জিদরন পোপ।

এ ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গেইল। এবার দলীয় স্কোরটা অবশ্য দুইশ ছাড়াতে পারেনি সেন্ট লুসিয়া। তবে এটাও ঠিক তিন উইকেটে ১৯৪ রানের জবাব দিতেই ব্যর্থ হয় জ্যামাইকা।

ওপেনিং জুটিতেই ১০৪ রান তোলেন আন্দ্রে ফ্লেচার (৫৪ বলে ৭০) ও জনসন চার্লস (৩৫ বলে ৬৪)। মাইক হাসি ৮ রান করে সাজঘরে ফেরেন। স্যামি ৬ ও ১৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসে অপরাজিত থাকেন ম্যাচসেরা ওয়াটসন।

বল হাতে রোভম্যান পাওয়েল দু’টি ও বাকি উইকেটটি নেন গ্যারি মাথুরিন। তিন ওভারে ২১ রান খরচায় উইকেটশূন্য থাকেন সাকিব।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল গায়ানা ও জ্যামাইকা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়। পরদিন একই সময়ে দ্বিতীয় প্লে-অফে ত্রিনিবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সেন্ট লুসিয়া। জয়ী দল তৃতীয় প্লে-ফফে প্রথম প্লে-অফের পরাজিতদের চ্যালেঞ্জ জানাবে। যেখানে নির্ধারিত হবে দ্বিতীয় ফাইনালিস্ট।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।