ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শীর্ষ দশে ফিরলেন হেরাথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
শীর্ষ দশে ফিরলেন হেরাথ ছবি: সংগৃহীত

ঢাকা: টেস্টের নাম্বার ওয়ান দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৬ রানে জয়ের পর র‌্যাংকিংয়ে রঙ্গনা হেরাথ ও কুশল মেন্ডিসের অবস্থান চোখে পড়ার মতো। পাল্লেকেলেতে দুই ইনিংস মিলে ৯ উইকেট নেওয়া অভিজ্ঞ স্পিনার হেরাথ শীর্ষ দশে ফিরেছেন।

অার ব্যাটসম্যানদের তালিকায় ২৭ ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন ম্যাচসেরা মেন্ডিস। ১৭৬ রানের ঝলমলে ইনিংস উপহার দেন ২১ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

এদিকে, বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১১৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এক ইনিংসে তিন কিউই ব্যাটসম্যান সেঞ্চুরি উদযাপনে মাতেন। ১৭৩ রানে অপরাজিত থাকা রস টেইলর তিন ধাপ এগিয়ে ১২ নম্বরে। যথাক্রমে দুই ও পাঁচ ধাপ উন্নতিতে ৩০তম স্থান ভাগাভাগি করছেন টম লাথাম (১০৫) ও বিজে ওয়াটলিং (১০৭)। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান জিম্বাবুয়ের শন উইলিয়ামস (১১৯) র‌্যাংকিংয়ে ফিরে ৭৯ নম্বরে নাম লিখিয়েছেন।

র‌্যাংকিংয়ের শীর্ষ দশ ব্যাটসম্যান:
১। স্টিভেন স্মিথ (-)
২। জো রুট (-)
৩। কেন উইলিয়ামসন (-)
৪। হাশিম আমলা (-)
৫। অ্যাডাম ভোজেস (+১)
৬। এবি ডি ভিলিয়ার্স (-১)
৭। মিসবাহ উল হক (+১)
৮। অ্যালিস্টার কুক (+১)
৯। ইউনিস খান (+১)
১০। বিরাট কোহলি (+২)

শীর্ষ দশ বোলার:
১। রবিচন্দ্রন অশ্বিন (-)
২। জেমস অ্যান্ডারসন (-)
৩। স্টুয়ার্ট ব্রড (-)
৪। ডেল স্টেইন (-)
৫। ইয়াসির শাহ (-)
৬। রবিন্দ্র জাদেজা (-)
৭। জস হ্যাজেলউড (+১)
৮। ট্রেন্ট বোল্ট (-১)
৯। রঙ্গনা হেরাথ (+৪)
১০। মরনে মরকেল (-১)

অলরাউন্ডার:
১। রবিচন্দ্রন অশ্বিন (-)
২। সাকিব আল হাসান (-)
৩। স্টুয়ার্ট ব্রড (-)
৪। ভারনন ফিল্যান্ডার (-)
৫। বেন স্টোকস (-)

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।