ঢাকা: অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারছে না পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে তার বোলিংয়ের ত্রুটি শুধরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিয়োগ দিয়েছে বোলিং কোচের কাজ করা কার্ল ক্রোকে।
পিসিবি’র এক শীর্ষ কর্মকর্তা জানান, ক্রো ইতোমধ্যে ওরচেস্টাশায়োরে গত তিন দিন ধরে হাফিজের সঙ্গে কাজ করছেন। যেখানে এজবাস্টনে পাকিস্তান স্বাগতিক ইংলিশদের বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয়টি খেলবে।
বোলিংয়ে ত্রুটি খুঁজে পাওয়ায় আইসিসি হাফিজকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল। তবে গত ১২ জুলাই এই মেয়াদ শেষ হয়। আর উইটেকে আবারও বোলিং করতে হলে তাকে আইসিসি’র নির্দিষ্ট ল্যাবে পরিক্ষা দিয়ে পাশ করে তবেই ফিরতে হবে।
ডানহাতি স্পিনার হাফিজ বোলিং না করলেও ব্যাটিংয়ে তিনি নিয়মিতই রয়েছেন। গত বছরের জুনে গলে শ্রীলঙ্কার বিপক্ষে আম্পায়ররা তার বোলিং প্রশ্নবিদ্ধ করেন। তিনি এখন পর্যন্ত ৪৭ টেস্টে ৫২টি উইকেট নিয়েছেন। এছাড়া ওয়ানডেতে ১২৯ ও টি-টোয়েন্টিতে ৪৬ উইকেটের মালিক তিনি।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১৬
এমএমএস