ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

চিকিৎসক ওয়ালেসের শরণাপন্ন হচ্ছেন মোস্তাফিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
চিকিৎসক ওয়ালেসের শরণাপন্ন হচ্ছেন মোস্তাফিজ মোস্তাফিজুর রহমান-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: কাঁধের চোট সারাতে মঙ্গলবার (২ আগস্ট) ম্যানচেস্টারের বিশেষজ্ঞ শল্য চিকিৎসক লেনার্ড ফ্রাঙ্কের শরণাপন্ন হয়েছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। কিন্তু ফ্রাঙ্ক জানিয়েছেন তিনি ২২ আগস্টের আগে মোস্তাফিজের কাঁধের চিকিৎসা চালাতে পারবেন না।


 
কিন্তু বিসিবি চাইছে দু’এক দিনের মধ্যে তার অস্ত্রপচার সম্পন্ন করতে। তাই দ্রুততম সময়ের মধ্যে অস্ত্রপচার করতে বুধবার (৩ আগস্ট) ইংল্যান্ডের শল্য চিকিৎসক অ্যান্ড্রিউ ওয়ালেসকে দেখাবেন এই টাইগার বোলিং বিস্ময়।
 
বুধবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর বেক্সিমকোতে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ‘যেহেতু ফ্রাঙ্ক ২২ তারিখের আগে পারছে না তাই বিসিবি চাইছে মোস্তাফিজের কাঁধের পরবর্তী মূল্যায়নের জন্য ‍ইংল্যান্ডের অ্যান্ড্রিউ ওয়ালেসকে দেখাতে। ওয়ালেস ২২ তারিখের আগে অপারেশন করতে পারলে তাকে দিয়েই মোস্তাফিজের কাঁধের অপারেশন করানো হবে। ’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘কেননা আমরা চাইছি দ্রুততম সময়ের মধ্যেই অপারেশনটা করতে। অপারেশনে  সময় লাগবে মাত্র আধা ঘণ্টা আর হাসপাতালে থাকতে হবে ছয় ঘণ্টা। তবে ওয়ালেস দু’একদিনের মধ্যে দ্রুত না করাতে পারলে অস্ট্রেলিয়ায় যোগাযোগ করা হবে। সেক্ষেত্রে মোস্তাফিজ দেশে ফিরে আসবে। তারপর তাকে আমরা অস্ট্রেলিয়া পাঠাবো। ’
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ৩ আগস্ট, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।