ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পাপন জানেন কিন্তু বলছেন না!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
পাপন জানেন কিন্তু বলছেন না! ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: হিথ স্ট্রিক টাইগারদের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে যাবার পর থেকেই নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্র থেকে এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে কোচ হিসেবে সাবেক লঙ্কান পেসার চামিন্দা ভাসের নাম শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে তা এখনও প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।


 
তবে এ মাসের শেষ সপ্তাহেই নতুন কোচ মাশরাফি-মোস্তাফিজদের বোলিং দায়িত্ব নিবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজুমুল হাসান পাপন। তবে কে হচ্ছেন নতুন কোচ এ ব্যাপারে তিনি মুখ খোলেননি।
 
বুধবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর বেক্সিমকোতে এক সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকদিন ধরেই আমরা নতুন বোলিং কোচ খুঁজছি। ভালো খবর হলো আমরা কোচ হিসেবে একজনকে চূড়ান্ত করে ফেলেছি। কিন্তু কিছু বাধ্যবাধকতা থাকায় আমরা এই মুহুর্তেই তার নাম প্রকাশ করতে চাচ্ছি না। আমরা আশা  করছি এ মাসের শেষ সপ্তাহেই আসবে। সে যেহেতু এখন এক জায়গায় কাজ করছে তাই চাচ্ছে না এখনই তার নাম আমরা প্রকাশ করি। ’
 
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ৩ আগস্ট, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।