ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অজিদের হারিয়ে লঙ্কানদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
অজিদের হারিয়ে লঙ্কানদের ইতিহাস ছবি:সংগৃহীত

ঢাকা: প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো শ্রীলঙ্কা। গলে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ২২৯ রানের বিশাল ব্যবধানে জিতে ইতিহাস গড়লো লঙ্কানরা।

অথচ এই লঙ্কানদেরই ক’দিন আগে বলা হয়েছিল ধ্বংসের পথে দেশটির ক্রিকেট। এর আগে পাল্লেকেলেতে প্রথম টেস্ট জিতে শুরু করেছিল অ্যাঞ্জেলো ম্যাথউস বাহিনী।

গল টেস্টে র‌্যাকিংয়ের শীর্ষে থাকা অজিদের বিপক্ষে তিন দিনেই জয় তুলে নিল স্বাগতিকরা। মূলত বোলারদের কৃতিত্বেই জয় পায় দলটি। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অফস্পিনার দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাথ। প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পেরেরা নেন আরও ছয়টি উইকেট। হেরাথ দখল করেন মোট ছয় উইকেট।

লঙ্কান স্পিনারদের তোপে তৃতীয় দিন কোনঠাসা হয়ে পড়ে অজি ব্যাটসম্যানরা। আগের দিনের অপরাজিত ওপেনার ওয়ার্নার ৪১ রান করে পেরেরার বলে আউট হন। তার ইনিংসটিই দলীয় সর্বোচ্চ। মাঝে অধিনায়ক স্টিভেন স্মিথ ও অ্যাডাম ভোজেস কিছুটা লড়াই চালিয়ে যান। তবে এ দুজন ভয়ঙ্কর হওয়ার আগেই তাদের ফিরিয়ে দেন সেই পেরেরা। পরে ১৮৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২৮১ রানের পর অজিরা মাত্র ১০৬ রানে অলআউট হয়। আর লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ২৩৭ রান করলে স্মিথদের সামনে ৪১২ রানের বিশাল টার্গেট দাঁড়ায়।

আগামী ১৩ আগস্ট কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।