ঢাকা: ‘প্লে ফর পিস ফেস্টিভাল’ শিরোনামের একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নরওয়ের রাজধানী অসলোতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের। কিন্তু, কিছু কারণে খেলতে যাচ্ছেন না তামিম।
‘প্লে ফর পিস ফেস্টিভাল’ শিরোনামের এক দাতব্য আয়োজনে আগামী শুক্রবার (১৯ আগস্ট) পাকিস্তান স্টারসের বিপক্ষে নরওয়ের রাজধানী অসলোর বিসলেট স্টেডিয়ামে অলস্টারস ক্রিকেট দলের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।
তামিমের অলস্টারস দলের হয়ে খেলার কথা ছিল। তবে, না যাওয়ার সিদ্ধান্তটা তামিম নিজেই নিয়েছেন বলে জানা যায়। মাত্র গতকালই (বুধবার) প্রদর্শনী এই ম্যাচটি আইসিসির অনুমোদন পেয়েছে। আর বুধবারই তামিমের যাওয়ার কথা ছিল।
কিন্তু, নরওয়ে যাওয়া-আসার ব্যবস্থা, ম্যাচ ফি বা পারিশ্রমিক সংক্রান্ত কোনো রকম কথাবার্তা তামিমের সাথে করেনি আয়োজক কর্তৃপক্ষ।
‘শান্তির’ এই ম্যাচটি খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি পেয়েছিলেন তামিম। টি-২০ ফরম্যাটের এই ম্যাচটিতে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তারই যাওয়ার কথা ছিল।
প্লে ফর পিস ক্রিকেট অসলোর একটি সংস্কৃতি ও ক্রীড়া উৎসব। যেটি শহরটিতে গত কয়েকবছর ধরে হয়ে আসছে। ইভেন্টটির আয়োজন করে থাকে ক্রিস্টিয়ানা ক্রিকেট ক্লাব।
তামিম ছাড়াও এ ম্যাচে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলার কথা রয়েছে। পাকিস্তানি গতি তারকা শোয়েব আকতার, ভারতীয় দুই ভাই ইরফান পাঠান ও ইউসুফ পাঠান ও শ্রীলঙ্কার সনথ জয়সুরিয়ার খেলার কথা রয়েছে।
পাকিস্তানের বর্তমান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হকেরও খেলার কথা রয়েছে। যেখানে তিনি পাকিস্তান একাদশের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ১৮ আগস্ট ২০১৬
এমআরপি