ঢাকা: ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় এসেছেন ইসিবি’র ক্রিকেট অপারেশনের ডিরেক্টর জন কার। ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসার ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা না জানালেও জন কার বিসিবি এবং বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।
গতকাল (বুধবার) ভারত থেকে সকাল ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিন সদস্যের প্রতিনিধি দল। এই দলে জন কার ছাড়াও আছেন ইসিবি’র নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, পিসিএ প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল।
নিরাপত্তা প্রতিনিধি দলটি বৃহস্পতিবার (১৮ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসেন। এ সময় জন কার বিসিবিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা নিয়মমাফিক রুটিন ওয়ার্ক হিসেবেই এখানে এসেছি। এখানকার হোটেল, প্রাকটিস ভেন্যু ইত্যাদি পর্যবেক্ষণের জন্য আমরা এসেছি। সর্বোপরি নিরাপত্তার বিষয়টি দেখতেই আমাদের এখানে আসা। আমরা ইংল্যান্ডে ফিরে রিপোর্ট প্রদান করবো। ’
ইংল্যান্ড দল বাংলাদেশে আসার সম্ভাবনা কতটুকু এমন বিষয়ে জানতে চাইলে জন কার জানান, ‘আসলে আমরা বাংলাদেশ থেকে ফিরে রিপোর্ট প্রদান করবো। আমাদের দায়িত্ব এতটুকুই। এর বেশি কিছু বলার জন্য আমরা নই। সিরিজ নিয়ে কিছু বলারও নেই। কারণ, সেটা নিয়ে মন্তব্য করার লোক নই আমি। ’
এর আগে বাংলাদেশে আয়োজিত আইসিসির বেশ কিছু মেগা ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে জন কার আরও যোগ করেন, ‘বাংলাদেশের মাটিতে আইসিসির বড় ইভেন্ট আয়োজিত হয়েছে। এছাড়া এখানে অনেক সিরিজ আয়োজিত হয়েছে। আমরা সেগুলো সম্পর্কে অবগত রয়েছি। ’
গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরে ইংল্যান্ড আসবে কিনা তা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তবে কোনো সিরিজের আগে নিয়মমাফিক রুটিন ওয়ার্ক হিসেবেই এসেছে ইসিবির নিরাপত্তা প্রতিনিধি দলটি।
ইসিবির নিরাপত্তা প্রতিনিধি দলের রিপোর্টের ওপর নির্ভর করছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ভাগ্য! তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ইংলিশ ক্রিকেট দলের ঢাকায় আসার কথা। ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম। নিরাপত্তা দেখভালের জন্য আসা দলটি সন্ধ্যায় চট্টগ্রামে যাবে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৮ আগস্ট ২০১৬
এমআরপি/এইচএল