ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রুবেলের অন্যরকম ইনিংস

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
রুবেলের অন্যরকম ইনিংস রুবেল হোসেন-ছবি:সংগৃহীত

ঢাকা: ঈদের ছুটি কাটাতে বুধবার (৭ সেপ্টেম্বর) জন্মস্থান বাগেরহাটে গিয়েছেন টাইগার পেসার রুবেল হোসেন। তবে ছুটি কাটোতে গেলেও মোটেও বসে দিনাতিপাত করছেন না বাংলাদেশ ক্রিকেটের এই দ্রুতগতির বোলার বরং এই মুহূর্তে রুবেলের ব্যস্ত সময় কাটছে পার্ক নিয়ে।

ভাবছেন প্রিয়জনদের নিয়ে পার্কে ঘুরে বেড়াচ্ছেন রুবেল? না, মোটেও তা নয়। রুবেল এখন পার্কের মালিক। বাগেরহাট শহরের দশানিতে অবস্থিত শিশু পার্কটি আগামী ২৫ বছরের জন্য ইজারা নিয়েছেন রুবেল।
 
মূলত বাগেরহাটের শিশুদের চিত্ত বিনোদনের কথা বিবেচনা করেই এমন মহতী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই বাটারফ্লাই ডেলিভারির জনক রুবেল। আর সেখানেই তিনি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নান্দনিক সৌন্দয্য বাড়াতে।

 


 
বাগেরহাট থেকে মুঠোফোনে বাংলানিউজকে দেয়া এক সাক্ষাতকারে রুবেল জানালেন, নতুন একটি ব্যবসা শুরু করলাম ভাই। সেখানে এখন সময় দিচ্ছি। বাগেরহাট শহরে একটি শিশু পার্ক আছে সেটা ২৫ বছরের জন্য লিজ নিয়েছি। পার্কটির নান্দনিক সৌন্দয্য বাড়াতেই এখন কাজ করছি।
 
হঠাৎ পার্কের প্রতি ঝোঁক? উত্তরে রুবেল জানালেন, আমি চাই বাগেরহাটের শিশুরা একটি বিনোদনের জায়গা খুঁজে পাক। এখন যে অবস্থায় আছে সেখান থেকে পার্কটিকে যদি আরও সুন্দর করে দেই তাহলে এখানকার মানুষজন তাদের পরিবার পরিজন ও বাচ্চাদের নিয়ে ঘুরতে আসতে পারবে। আনন্দঘন কিছু সময় তারা এখানে কাটাতে পারবে।
 
বাচ্চারা যাতে করে এখানে এসে নির্মল আনন্দে সময় কাটাতে পারে সেজন্য বিভণ্ন রাইড থেকে শুরু করে দোলনা এবং পার্কের লেকে নৌকার ব্যবস্থাও করেছেন রুবেল।
 
শুধু শিশু পার্কই নয় মাছের ঘের, বাবা-মা, আত্মীয়স্বজন ও নতুন বউ নিয়ে ঈদের ছুটি বেশ আনন্দেই কাটাচ্ছেন বলে জানালেন রুবেল।
 
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।