ঢাকা: আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টির সবশেষ র্যাংকিংয়ে ব্যাটিং ক্যাটাগরিতে এক নম্বরে রয়েছেন ভারতের সেনসেশন বিরাট কোহলি। ৮২০ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে কোহলি।
অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ দুইয়ে আর তিনে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৭৭১ রেটিং পয়েন্ট নিয়ে কোহলির পেছনে ফিঞ্চ। অন্যদিকে আরেক অজি তারকা ম্যাক্সওয়েলের অর্জন ৭৬৩ পয়েন্ট।
৭৫৪ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল আর ৭৪১ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচে প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসিস। এছাড়া, ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছেন যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট, অ্যালেক্স হেলস, আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
ব্যাটসম্যানদের তালিকায় টি-টোয়েন্টি সবার থেকে এগিয়ে সাব্বির রহমান। ১৪তম স্থানে থাকা টাইগার এই ব্যাটসম্যানের অর্জন ৬৩২ পয়েন্ট। সাব্বিরের পেছনে পড়েছেন ইয়ন মরগান, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, রোহিত শর্মা, দিলশান, জস বাটলারের মতো ড্যাসিং তারকা ব্যাটসম্যানরা।
এছাড়া, সাকিব ২৬ নম্বরে, তামিম ৩৬ নম্বরে, ৬২ নম্বরে মাহামুদুল্লাহ রিয়াদ, ৭৪ নম্বরে মুশফিক, ৮৫তম স্থানে এনামুল হক বিজয় আর ৯৪তম স্থানে সৌম্য সরকার রয়েছেন।
বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি