ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ছবিতে টাইগ্রেসদের সিরিজ জয়ের উদযাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
ছবিতে টাইগ্রেসদের সিরিজ জয়ের উদযাপন ছবি: সংগৃহীত

ঢাকা: আয়াল্যান্ডের মাটিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ জয়টি বিশেষ কিছু হয়ে থাকলো রুমানা আহমেদের কারণে। এ ম্যাচেই রুমানা বাংলাদেশের নারী ক্রিকেট ইসিহাসে প্রথম হ্যাটট্রিক উপহার দিয়েছেন।

রুমানার হ্যাটট্রিকেই বেলফাস্টে ওয়ানডে সিরিজে জিততে পেরেছে বাংলাদেশ। পর পর তিন বলে কিম ‍গার্থ, শিলিংটন ও ওয়েল্ড্রনকে ফিরিয়ে দেন ‍এ লেগস্পিনার।

প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচটিই হয়ে ওঠে শিরোপা নির্ধারণী। টি-টোয়েন্টি সিরিজ হারের পর এ ম্যাচেও যখন হার দেখছিল টাইগ্রেসরা, ঠিক তখনই জ্বলে ওঠেন রুমানা। ১০৭ রানের জয়ের টার্গেটে নামা আইরিশদের একটা সময় ৮ উইকেট হাতে রেখে দরকার হয় ৫৫ রান। কিন্তু রুমানার হ্যাটট্রিকে ৩৭.৫ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় আইরিশরা। ১০ রানের জয় পায় বাংলাদেশ।

সবগুলো ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ড সফরে যায় জাহানারা-রুমানারা। টি-টোয়েন্টির প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও ৬ রানে হেরে বসে সফরকারীরা। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টির ‍কারণে পরিত্যক্ত হওয়ায় সিরিজে সমতা আনা সম্ভব হয়নি। আইরিশ মেয়েরা সিরিজ জেতে ১-০ ব্যবধানে।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ালে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি সিরিজ হারলেও অচেনা কন্ডিশন জয় করে ওয়ানডে সিরিজ নিজেদের করতে পেরে আনন্দে ভাসছে জাহানারা আলমের দল। রুমানার হ্যাটট্রিক সেই আনন্দের মাত্রা যেন আরও বাড়িয়ে দিয়েছে। জয়ের পর জাহানারা-রুমানাসহ পুরো দলের উদযাপন যেন তারই প্রতিচ্ছবি।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।