ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নড়াইলে মাশরাফির ঈদের নামাজ আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
নড়াইলে মাশরাফির ঈদের নামাজ আদায় ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইলে ঈদুল ‍আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নড়াইল কেন্দ্রীয় পৌর ঈদগাহে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তিনি।

এতে নড়াইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার, স্থানীয় সংসদ সদস্যহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নামাজ শেষে মাশরাফি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছ‍া জানান।

তিনি জানান, নড়াইলের চারিখাদায় গ্রামের বাড়ি ও শহরের মহিষখোলা দুটি গরু কোরবানি করবেন। পরে সারাদিন নানাবাড়ি আলাদাদপুরে বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন।

নামাজ শেষে ঈদগাহ থেকে শহরের পৌর কবরস্থানে গিয়ে আত্মীয়দের কবর জিয়ারত করেন মাশরাফি।

বাংলাদেশ সময়:  ০৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।