ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারকা ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারকা ক্রিকেটাররা ছবি: সংগৃহীত

ঢাকা: পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঈদুল আজহার ছুটি কাটাচ্ছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। অগনিত ভক্ত-সমর্থকদের সঙ্গে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন টাইগাররা।

বগুড়ায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সকালে বগুড়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন তিনি। টেস্ট অধিনায়ক মুশকিকুর তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট দিয়ে লিখেছেন, ‘ঈদ মোবারক’। তার আগে ফেসবুকে এক ভিডিও বার্তায়ও ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানান তিনি।

টাইগার পেসার তাসকিন আহমেদও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিজের ফেসবুক পেজে। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে দেশে ফেরা এই পেসার লিখেছেন, On Eid Ul Adha, wishing that your sacrifices are appreciated and your prayers are answered by the almighty. Have a blessed Eid Ul Adha!

নিজের ফেসবুক পেজ থেকে পবিত্র ঈদুল আজহায় ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তিনি শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘May Allah accept our sacrifices and answer our prayers. Wishing you all a happy Eid Ul Azha. Eid Mubarak. (আল্লাহ আমাদের ত্যাগ ও প্রার্থনাগুলো কবুল করুন এই কামনা করি। আপনাদের সবার জন্য ঈদুল আজহা সুখের হোক। ঈদ মোবারক)। ’

ওপেনার ব্যাটসম্যান এনামুল হক বিজয় তার ফেসবুক পেজে ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক’।
বেশিরভাগ ক্রিকেটারই সকালে তাদের গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় করেছেন। রংপুরে নাসির, রাজশাহীতে সাব্বির, কুষ্টিয়ায় এনামুল হক বিজয় ঈদের নামাজ আদায় করেন।

টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, ‘Enjoy this Eid in a festive mood with your friends and family. Be safe while traveling, abide by all the rules of Kurbani properly, and please don't forget to keep your surroundings clean. Eid Mubarak!’

ঈদের ছুটি কাটিয়ে ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।