ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

উইলিয়ামসনের চোখে কোহলি ‘বিশেষ ব্যাটসম্যান’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
উইলিয়ামসনের চোখে কোহলি ‘বিশেষ ব্যাটসম্যান’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়ার সাদা পোশাকের দলপতি বিরাট কোহলিকে ‘বিশেষ ব্যাটসম্যান’ হিসেবে জানালেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

আগামী ২২ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্কে ভারতের মুখোমুখি হবে সফরকারী নিউজিল্যান্ড।

সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতা, ৩০ সেপ্টেম্বর। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ০৮ অক্টোবর, ইনদোরে।

কোহলি প্রসঙ্গে অতিথি দলপতি বলেন, ‘সে দারুণ ক্রিকেটার। ক্রিকেটের তিন ফরমেটে কোহলি দুর্দান্ত। প্রতিটি ম্যাচেই সে বিশেষ কিছু করে। আমি তার ইনিংসগুলো দেখে উপভোগ করি। ভারতীয় দলে বেশ ভালো ক্রিকেটার রয়েছে। তবে, তাদের মাঝে কোহলি বিশেষ প্রতিভাসম্পন্ন ক্রিকেটার। তার ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই।

এ মুহূর্তে বিশ্বসেরা ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তাদের সঙ্গে কোহলির স্থান হলেও ব্লাকক্যাপসদের দলপতি আরও যোগ করেন, ‘স্মিথ, রুট ভিন্ন ধরনের ক্রিকেটার। তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন শক্তি রয়েছে। কোহলি তাদের কাতারের একজন, তবে কিছুটা ব্যতিক্রম। ’

আসন্ন সিরিজকে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূণ সিরিজ হিসেবেই দেখছেন উইলিয়ামসন। এবারের সিরিজটি ব্লাকক্যাপসদের জন্য কঠিন, পাশাপাশি চ্যালেঞ্জিং হিসেবেই দেখছেন তিনি। নিজেদের খুব একটা পিছিয়ে না রেখে তিনি জানান, কোহলিদের বিপক্ষে আমাদের চ্যালেঞ্জ নিয়েই প্রতিটি দিন নামতে হবে। তার মতো বিশেষ টাইপের ব্যাটসম্যান একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তবে, আমরা এখানে বহুবার খেলে গেছি। আমাদের অনেক ক্রিকেটার আছেন যারা এখানে আইপিএলের ম্যাচ খেলে অভিজ্ঞতা নিয়েছে। তাই আমার বিশ্বাস বেশ উপভোগ্য একটি সিরিজ হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।