ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

শফিউল-তাইজুলে আস্থা নান্নুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
শফিউল-তাইজুলে আস্থা নান্নুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেখান থেকে বাদ পড়েছেন পেসার আল আমিন হোসেন।

ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর আফগানদের বিপক্ষে খেলবে টাইগাররা।

আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২০ জনের দল ঘোষণা করেছিল বিসিবি। ২০ সদস্যের স্কোয়াড থেকে ১৩ সদেস্যের দলে জায়গা হয়নি আল আমিনের। তবে, পেস অ্যাটাকে মাশরাফির সঙ্গে থাকবেন শফিউল ইসলাম।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘আল আমিনের ফিটনেস সন্তোষজনক নয়। আমরা তার ব্যাপারে অনেক আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। এদিকে, শফিউলকে দলে রাখা হয়েছে। শফিউল অভিজ্ঞ বোলার, তাছাড়া সে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছে। ’

১৩ সদস্যের দলে নেই পেসার তাসকিন আহমেদ। ব্রিসবেনে বোলিং পরীক্ষা দেওয়ার পর এখনও এই পেসারের রিপোর্ট বিসিবির হাতে পৌঁছায়নি। এ প্রসঙ্গে নান্নু জানান, ‘তাসকিনের রিপোর্ট আমরা হাতে পাইনি। আজকেই তার রিপোর্ট আমাদের পাওয়ার কথা। এরপর আমরা সিদ্ধান্ত নেব ১৩ জনের দলটি ১৪ জন করা যায় কি না। যদি তাসকিন দলে আসে তা ভালো হবে। ’

স্পিন শক্তি নিয়ে কথা বলতে গিয়ে নান্নু আরও যোগ করেন, ‘স্পিনার হিসেবে সাকিব ভূমিকা রাখবে। আর সাকিবের পাশাপাশি আরেক স্পিনার হিসেবে তাইজুলকে রাখা হয়েছে। ’

১৩ সদস্যের বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।