ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

হাসপাতাল ছেড়ে বাড়িতে ইউনিস খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
হাসপাতাল ছেড়ে বাড়িতে ইউনিস খান ইউনিস খান-ছবি:সংগৃহীত

ঢাকা: অতিমাত্রার জ্বরে ভোগা পাকিস্তান টেস্ট দলের ব্যাটসম্যান ইউনিস খান হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে অবস্থার উন্নতি দেখে সিনিয়র এই ব্যাটসম্যানকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানায় ডাক্তার ও তার পরিবার।

 

একটি সূত্রের মাধ্যমে জানা যায়, ইউনিসের শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় ডাক্তাররা ডেঙ্গু জ্বরের আশঙ্কা করেছিলেন। পরে বেশ কয়েকটি পরীক্ষা করা হয়। তবে পরবর্তীতে ডাক্তাররা এ ব্যাপারে আর কোনো কিছু বলেননি।

৩৮ বছর বয়সী অভিজ্ঞ ইউনিস ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও জাতীয় দলের হয়ে নিয়মিতভাবে টেস্ট খেলে যাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো ফ্লাডলাইটের নিচের টেস্ট খেলবে পাকিস্তান। দুবাইয়ে ১৩ অক্টোরবর থেকে শুরু হওয়া এই টেস্টে খেলার কথা রয়েছে ইউনিসের।

তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে অবশ্য তিনটি ওয়ানডে ও সমান টি-২০ খেলবে পাকিস্তান ও ক্যারিবীয়রা।

২০০০ সালে ঘরের মাঠ রাওয়ালপিন্ডিতে অভিষেক হয় ইউনিসের। এরপর থেকে দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। হয়েছেন দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।