ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দুর্দান্ত পারফর্মেই ওয়ানডের দলে সৈকত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
দুর্দান্ত পারফর্মেই ওয়ানডের দলে সৈকত ছবি: সংগৃহীত

ঢাকা: গত বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছিল মিডলঅর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতের। ২০ বছর বয়সী এই উঠতি তারকা এবার আফগানিস্তানের বিপক্ষে ১৩ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন।

বলা চলে টাইগারদের দলে নতুন মুখ এই সৈকত।

আফগানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। সাকিব-মুশফিক-রিয়াদদের সঙ্গে মিডলঅর্ডার ব্যাটসম্যান হিসেবে এই স্কোয়াডে জায়গা করে নিয়েছে ময়মনসিংহের এই তরুণ।

বাংলাদেশের জার্সি গায়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে দুই ওভারে মোসাদ্দেক দিয়েছিলেন ১০ রান আর ব্যাট হাতে চার নম্বরে নেমে ১৯ বলে করেছিলেন ১৫ রান।

এই মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেই জায়গা পেয়েছেন জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন সৈকত। ১৪ ম্যাচ খেলে ৬২২ রান করেছেন তিনি। ব্যাটিং গড়ও বেশ ভালো, ৭৭.৭৫অ

ডিপিএলের আসরে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আবাহনীর শিরোপা জয়ের পথে এগিয়ে যাওয়ার ম্যাচে ব্যাটিংয়ের পর বোলিংয়ে নৈপুণ্য দেখিয়ে দলকে জিতিয়েছেন মোসাদ্দেক। ৫৫ বলে ৭৩ রানের ঝকঝকে এক ইনিংস খেলার পর বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট। দলের জয়ে দুই দিক থেকেই ভূমিকা রাখায় লিগে তৃতীয়বারের মতো তার হাতে ম্যাচ সেরার পুরস্কার ওঠে।

শিরোপা কাছে যেতে পরের ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলেছিলে ৭৮ রানের ইনিংস। এছাড়া, তার ব্যাট থেকে এসেছিল অপরাজিত ৬৪, অপরাজিত ৫৭, ৪৭ ও ৪২ রানের দুর্দান্ত সব ইনিংস।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।