ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশে মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশে মুশফিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ফতুল্লা থেকে: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি মুশফিকুর রহিম। তিন ম্যাচে করেছেন মাত্র ৫৬ রান।

রানখরা কাটাতে হঠাৎই ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল বিসিবি একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান।

প্রথমে বিসিবি একাদশে মুশফিককে না রাখা হলেও ফতুল্লায় ম্যাচ শুরুর আগে দেয়া খেলোয়াড় তালিকায় পাঁচ নম্বরে রয়েছে তার নাম।  

মুশফিক যোগ হওয়ায় ১৩ সদস্যের দল বেড়ে দাঁড়িয়েছে ১৪ সদস্যে।  
 
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে বিসিবি একাদশ। বিসিবি একাদশের হয়ে নেতৃত্ব দিচ্ছেন নাসির হোসেন।
 
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, নাসির হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরী, মো: আল আমিন, নুরুল হাসান সোহান, সাঞ্জামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, আল-আমিন হোসেন, এবাদত হোসেন, আলী আহমেদ মানিক।
 
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।