ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে ইংলিশ ক্রিকেটাররা আসবেন তো?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
বিপিএলে ইংলিশ ক্রিকেটাররা আসবেন তো? রবি বোপারা (ডানে)/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ড দলের বাংলাদেশে আসার মধ্য দিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে এক ধরনের স্বস্তিই ফিরে আসে! কিন্তু এবার আরেকটি ব্যাপার নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে। নভেম্বরে অনুষ্ঠেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইংলিশ ক্রিকেটার যাদের আসার কথা, তারা আসবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ইএসপিএন ক্রিকইনফো বলছে, ইংলিশ ক্রিকেটারদের বিপিএলে অংশ না নেওয়ার পরামর্শ দিচ্ছে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংস্থা (পিসিএ)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ চলাকালীন নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে তারা। গত আসরেও পিসিএ তাদের খেলোয়াড়দের এই ইভেন্টে খেলার ব্যাপারে সতর্ক করেছিল।

এর আগে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সফরের ব্যাপারে সবুজ সংকেত দেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নির্ধারিত সময়েই (৩০ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছায় ইংলিশ টিম।

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত হয়ে সফরের ব্যাপারে ইসিবির ইতিবাচক সিদ্ধান্তে পিসিএও সম্মতি জানায়। কিন্তু বিপিএলে এমন নিরাপত্তা থাকবে কিনা তা নিয়েই চিন্তিত তারা। এ কারণেই মূলত রবি বোপারাদের বিপিএলে অংশ নিতে নিরুৎসাহিত করছে পিসিএ। সংস্থাটির ধারণা, ইংল্যান্ড দলের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা বিপিএলে তাদের ক্রিকেটাররা পাবেন না।

আগামী ৪ নভেম্বর বিপিএলের চতুর্থ আসরের পর্দা উঠবে। গত ৩০ সেপ্টেম্বর হয়ে গেছে প্লেয়ার্স বাই চয়েজ ‘প্লেয়াস ড্রাফট’। যেখানে ডাক পেয়েছেন ছয়জন ইংলিশ ক্রিকেটার। এরা হলেন রবি বোপারা (ঢাকা ডায়নামাইটস), টাইমাল মিলস (চিটাগং ভাইকিংস), জোশুয়া কব (বরিশাল বুলস), রিচার্ড গ্লিসন (রংপুর রাইডার্স), সামিত প্যাটেল (রাজশাহী কিংস), বেনি হাওয়েল (খুলনা টাইটানস)।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
এমআরএম

** 
দেশি-বিদেশি ক্রিকেটাররা কে কোন দলে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।