ঢাকা: ৩২ পেরিয়ে ৩৩-এ পা রাখলেন দেশের ক্রিকেটের মহাতারকা। অাজ (৫ অক্টোবর) মাশরাফি বিন মর্তুজার ৩৩তম জন্মদিন।
ক্রিকেটে অনেক চড়াই-উতরাই পেরিয়েছেন মাশরাফি। সাফল্যের পথ কখনো মসৃণ, কখনো বন্ধুর। বেশ কয়েকবার ইনজুরির কারণে তাকে ছিটকে যেতে হয়েছিল। কিন্তু অনমনীয় অদম্য শক্তিতে ফিরে এসেছেন প্রতিবারই। তার নেতৃত্বগুণে বর্তমানে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে দক্ষিণ এশিয়ার পরাশক্তি তো বটেই, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম উচ্চারিত হয় শক্তিশালী দল হিসেবেই।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি। ওয়ানডেতে তার নেতৃত্বে জয়ের হার সবচেয়ে বেশি (৭০.৯৬ %)। এখন পর্যন্ত ৩১ ম্যাচের মধ্যে ৯টি হারের বিপরীতে ২২টিতেই শেষ হাসি হাসে টাইগাররা। সর্বোচ্চ ৬৯ ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন হাবিবুল বাশার।
অন্যদিকে, টি-টোয়েন্টিতে আর এক ম্যাচে মাঠে নামলেই মুশফিকুর রহিমকে (২৩) ছাড়িয়ে দলপতি হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি গড়েন মাশরাফি। সাদা পোশাকে এক ম্যাচে (২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) দায়িত্ব কাঁধে নিয়েই দলকে জয় এনে দিয়েছিলেন।
একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট প্রাপ্তির তালিকায় আব্দুর রাজ্জাকের সঙ্গে যৌথভাবে দুইয়ে অবস্থান করছেন মাশরাফি (১৬১ ম্যাচে ২০৭)। শীর্ষে থাকা সাকিব আল হাসানের দখলে ২১২টি। আর ৩৬ টেস্টে ৭৮ ও ৪৯ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩৮ উইকেট।
মাশরাফির নেতৃত্বে আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ জয়ের (২-১) পর টাইগারদের সামনে ইংল্যান্ড সিরিজের চ্যালেঞ্জ। শুক্রবার (৭ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু দুপুর আড়াইটায়।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
এমআরএম