ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-ইংল্যান্ড

প্রথম ওয়ানডের টিকিট বিক্রিতে জালিয়াতির অভিযোগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
প্রথম ওয়ানডের টিকিট বিক্রিতে জালিয়াতির অভিযোগ

ঢাকা: অনলাইনে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিট বিক্রির স্বত্ব কারা পাবে-তার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বুধবার (০৫ অক্টোবর) দুপুরে। এ জন্য মিরপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



অথচ কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই গতকাল রাত (০৪ অক্টোবর) রাত সাড়ে ১১টা থেকে অনলাইনে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডের টিকিট বিক্রি শুরু করে সহজডটকম।

টিকিট ছাড়ার সাত মিনিটের মাথায় ম্যাচের সব টিকিট বিক্রিত বা ‘সোল্ড আউট’ দেখায় বলে অভিযোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা।  

দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোরডটকম’র কাছে গতকাল রাত থেকেই অভিযোগ আসা শুরু করে ক্রিকেটপ্রেমীদের। সহজডটকমে টিকিট না কিনতে পারার বিষয়ে তাদের ফেসবুক পেজে টিকিটপ্রত্যাশীরা মন্তব্য করলেও তার কোনো উত্তর দেননি কর্তৃপক্ষ।   
 
০১ অক্টোবর শেষ হওয়া বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিট বিক্রির স্বত্বও পেয়েছিল সহজডটকম। ঠিক কি পরিমাণ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে এ ব্যাপারে সংবাদ সম্মেলনে প্রশ্ন করেও সহজডটকমের প্রধান নির্বাহী মালিহা কাদিরের কাছ থেকে উত্তর পাওয়া যায়নি।

লাইনে দাঁড়ানোর ঝক্কি-ঝামেলা যারা না পোহাতে চেয়েছেন তারাই অনলাইনে টিকিট কেনার চেষ্টা করেছেন। কিন্তু সহজডটকমের এমন অপেশাদারিত্বে ডাবল ঝামেলায় পড়েছেন ক্রিকেটপ্রেমিরা।  

শুক্রবার (০৭ অক্টোবর) মিরপুরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচের দিন সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট বিক্রির কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।