ঢাকা: আগামী শুক্রবার (০৭ অক্টোবর) শুরু হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ২০ অক্টোবর শুরু হবে টেস্ট সিরিজ।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে স্বাগতিক ও সফরকারী দলের অধিনায়ক উপস্থিত না থাকলেও ছিলেন বিসিবি ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ওয়ানডে ও টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর নতুন মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’। আগামী দুই বছরের জন্য বাংলাদেশের সকল হোম সিরিজের টাইটেল স্পন্সরও হয়েছে তারা।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কেএস তাবরেজ ও ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
আগামী ৭ ও ৯ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম দু’টি ওয়ানডে। সিরিজের শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২ অক্টোবর।
এই ভেন্যুতেই ২০ অক্টোবর শুরু সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৮ অক্টোবর মিরপুরে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
এসকে/এমআরএম