ঢাকা: ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তিন নাম্বারে ব্যাটিংয়ে নামার ব্যাপারে আমি কিছুই বলিনি। দায়িত্বটা টিম ম্যানেজমেন্টের বলেই ওনারা আমাকে প্রস্তাবটি দিয়েছিলেন, আর আমি হ্যাঁ বলেছি।
বুধবার (৫ অক্টোবর) বিকেলে মিরপুর ইনডোর মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচকে সামনে রেখে অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সামনে এভাবেই নিজের ব্যাটিং পজিশন নিয়ে মনোভাব ব্যক্ত করলেন সাব্বির রহমান।
সঙ্গতই বলেছেন সাব্বির। কেননা আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগ পর্যন্ত আন্তর্জাতিক ওয়ানডেতেই তিনে ব্যাটিং না করলেও টি-টোয়েন্টিতে তাকে ঠিকই তিনে দেখা গিয়েছিল। আরও দেখা গেছে সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এবং এখানে তিনি সাফল্যও পেয়েছেন। ফলে তিন নাম্বারে ব্যাট করাটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে এ কথা বলতেই হবে।
কেননা আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সাত নাম্বারে নেমে সাব্বির আউট হয়েছিলেন ব্যক্তিগত ২ রানে আর দ্বিতীয়টিতে ছয়ে নেমে করেছিলেন ৪ রান। যেখানে তৃতীয় ওয়ানডেতে তিনে নেমেই খেলেন ৬৫ রানের দুর্দান্ত এক ইনিংস। ফলে তিনেই যে তিনি অভ্যস্ত তার প্রমান তিনি দিয়েছেন ব্যাট দিয়ে।
এদিকে আফগানদের বিপক্ষে সিরিজের তিনটি ম্যাচেই শেষ ১০ ওভারে রান খরায় ভুগতে দেখা গেছে টিম বাংলাদেশকে। আর এর কারণ হিসেবে সাব্বির বললেন দীর্ঘ দিন আন্তর্জাতিক কোন ম্যাচ না খেলাকে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে টাইগারদের এমন করুণ চিত্রের পুনরাবৃত্তি ঘটবে না বলেও তিনি গণমাধ্যমকে আশ্বস্ত করলেন।
‘আমরা অনেক দিন কোন আন্তর্জাতিক ম্যাচ খেলিনি বলেই ওমন হয়েছিল। তারপরেও আমর মনে হয় না যে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ওমন চিত্রের পুণরাবৃত্তি ঘটবে। আমাদের মূল উদ্দেশ্য হলো ইংল্যান্ড সিরিজ জয়। ’ যোগ করেন সাব্বির।
বাংলাদেশ সফরে আসার আগে গেল জুনে নিজেদের মাটিতে শ্রীলঙ্কা ও আগস্টে পাকিস্তানের বিপক্ষে দাপুটে দু’দুটি সিরিজ জিতে এসেছে ইংলিশ শিবির যা যে কোন দেশের জন্যই ভীতির কারণ হতে পারেন। তবে আশার কথা হলো ইংল্যান্ডের এই দুটি সিরিজ জয় নিয়ে মোটেই ভাবছেন না এই টাইগার হার্ড হিটার। আর তার নির্ভার থাকার কারণ হিসেবে তিনি যা বললেন, ‘যার যার মাটিতে সে সে বাঘ। ওরা বাংলাদেশে এসেছে তাই এগিয়ে আমরাই। ওরা আগে কি করেছে সেটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো আমরা ভাল খেলছি কি না বা ভাল ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করছি কি না। ’
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ৫ অক্টোবর, ২০১৬
এইচএল/এমএমএস