ঢাকা: বাবর আজমের টানা তিন সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। পাকিস্তানের দেওয়া ৩০৯ রানের জবাবে ১৩৬ রানের বিশাল ব্যবধানে হেরে যায় ক্যারিবীয়রা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এদিন দুর্দান্ত এক রেকর্ডের মালিক হন তরুণ ব্যাটসম্যান বাবর। টানা তিন সেঞ্চুরি ওয়ানডেতে তার আগে আরও সাত ব্যাটসম্যান করেছেন। তবে তিন ম্যাচ সিরিজে তারই সবচেয়ে বেশি রান। এদিন ১১৭ রান করে তিন ম্যাচ সিরিজে মোট ৩৬০ করেছেন ২১ বছরের এ তারকা। এর আগে দক্ষিণ আফ্রিকান কুইন্টন ডি কক ২০১৩ সালে ভারতের বিপক্ষে ৩৪২ রান করেছিলেন।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রায় আগের দুই ম্যাচের পুণরাবৃত্তি ঘটালো ওয়েস্ট ইন্ডিজ। পাক বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত ৪৪ ওভার শেষে ১৭২ রানে সবকটি উইকেট হারায়। দলের হয়ে কোনো ব্যাটসম্যানই হাফসেঞ্চুরি করতে পারেনিনি। সর্বোচ্চ ৩৭ রান করেন দিনেশ রামদিন। পাকিস্তান বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন স্পিনার মোহাম্মদ নওয়াজ। দুটি উইকেট পান ওহাব রিয়াজ।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক আজহার আলী ও বাবরের সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ৩০৮ রান করে পাকিস্তান। বেশ কিছুদিন রান খরায় ভোগা আজহার এদিন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান। ১০৯ বলে আট চার ও এক ছক্কায় ১০১ করে হোল্ডারের বলে বোল্ড হন।
এর পরের গল্পটা শুধুই বাবরের। ক্যারিয়বীয় বোলারদের দারুণ শাসন করে তুলে নেন সেঞ্চুরি। তিনি প্রথম কোনো ব্যাটসম্যান যিনি প্রথম তিন সেঞ্চুরি পেলেন টানা তিন ইনিংসে। শেষে ১০৬ বলে আট চার ও এক ছক্কায় ১১৭ করে আউট হন। বাবরের সামনে এখন শুধুমাত্র রয়েছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। গত ২০১৫ বিশ্বকাপে টানা চারটি সেঞ্চুরির রেকর্ড রয়েছে তার।
ওয়ানডে ইতিহাসে ১৯৮২-৮৩’তে সর্বপ্রথম টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানি গ্রেট জহির আব্বাস। পরবর্তীতে আরেক পাকিস্তানি সাইদ আনোয়ার রেকর্ড স্পর্শ করেন। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, রস টেইলর, ডি কক ও সাঙ্গাকারাও করেন।
বাবরের এর আগে ১৫ ম্যাচে অবশ্য একটি সেঞ্চুরিও ছিল না। ছিল মাত্র পাঁচটি হাফ সেঞ্চুরি। তাই এই সিরিজের আগে তাকে দলে নেওয়া নিয়েও শঙ্কা ছিল। তবে এমন এক কীর্তি গড়ার পর ম্যাচ সেরার পাশাপাশি সিরজি সেরাও হয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ০৬ অক্টোবর, ২০১৬
এমএমএস