ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

গাজী টিভিতে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ সরাসরি সম্প্রচার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
গাজী টিভিতে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ সরাসরি সম্প্রচার

ঢাকা: শুক্রবার (৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। তিনটি ওয়ানডের পর মাঠে গড়াবে দু’টি টেস্ট।

সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে। একদিনের ক্রিকেটে টাইগারদের সামনে থাকবে ইংলিশদের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের হাতছানি! সবশেষ ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি হাসে টিম বাংলাদেশ।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পাশাপাশি গাজী টিভির পর্দায় ক্রিকেট নিয়ে একাধিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। সামিয়া আফরিন, মারিয়া নূর এবং শ্রাবন্য তৌহিদার উপস্থাপনায় এই অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ‘ক্রিকেট এক্সট্রা’, ‘ক্রিকেট ম্যানিয়া’ এবং ক্রিকেট হাইলাইটস।

ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে সাত ‍রানের কষ্টার্জিত জয়ের পর দ্বিতীয়টিতে ২ উইকেটে হেরে যেতে হয়। তবে সিরিজ নির্ধারণী ম্যাচেই ছন্দে ফেরে স্বাগতিকরা। ১৪১ রানের দাপুটে জয়ে তুলে নেয় নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে শততম জয়।

এখন পর্যন্ত ১৬টি ওয়ানডেতে ইংলিশদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ১৩টি হারের বিপরীতে তিন ম্যাচে জয় পায় টাইগাররা। তিনটি জয়ই আসে শেষ চারবারের সাক্ষাতে। এবার ঘরের মাঠে সংখ্যাটা আরো বাড়িয়ে ব্যবধান কমিয়ে আনার সুযোগই পাচ্ছে মাশরাফিবাহিনী।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর আড়াইটায় আর সকাল সাড়ে ১০টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।