ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করার পথে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করার পথে বাংলাদেশ ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আর মাত্র কয়েকটি রান। তাহলেই ওয়ানেডেতে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের অন্যন্য রেকর্ড গড়বে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেই রেকর্ড গড়তে টাইগারদের প্রয়োজন ৩৯টি রান। তাহলেই ইংল্যান্ডে দেয়া ৩০৯ রানের কঠিন লক্ষ্য টপকে যাবে স্বাগতিক বাংলাদেশ।
 
বাংলাদেশ এর আগে সর্বোচ্চ ৩১৮ রান টপকে নিজেদের প্রথম গৌরবময় জয় ঘরে তুলেছিল স্কটল্যান্ডের বিপক্ষে ২০১৫ বিশ্বকাপে নেলসনে।
 
আর দ্বিতীয় সর্বোচ্চ রান ৩১২ ধাওয়া করে ৪ উইকেটের জয় পেয়েছিল ২০০৯ সালে বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে।    
 
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ৭ অক্টোবর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।