ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের পরাজয়ে ঢাবিজুড়ে হতাশা

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
বাংলাদেশের পরাজয়ে ঢাবিজুড়ে হতাশা

ঢাকা বিশ্ববিদ্যালয়: জয়ের সম্ভাবনা জাগিয়েও ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেলো বাংলাদেশ।

টাইগারদের প্রতিটি জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বত্র চলে তারুণ্যের বাঁধভাঙা উচ্ছ্বাস।

ইমরুল, সাকিবের দারুণ ব্যাটিং দেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে চলে উৎসবের প্রস্তুতি। জড়ো হতে শুরু করে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। কিন্তু তা আর হয়নি। তীরে এসে বাংলাদেশের তরী ডুবে যাওয়ায় ক্রিকেটপ্রেমীরা হতাশায় ফিরে গেছেন।

পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখার গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি বাংলাদেশ।

শুক্রবার ( ৭ অক্টোবর) খেলা শুরু হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের টিভি রুমগুলোতে ছিল ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীদের ভিড়।

মাস্টারদা সূর্যসেন হল, হাজী মুহাম্মদ মুহসীন হল ঘুরে দেখা যায়, অনেক শিক্ষার্থী গায়ে বাংলাদেশ দলের জার্সি ও মাথায় জাতীয় পতাকা বেঁধে খেলা দেখছেন। ইমরুল, সাকিবের প্রতিটি চার-ছক্কায় পুরো হল ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। অনেকের হাতে ছিল বাঁশি, ভুভুজেলা।

কিন্তু সাকিব, মোসাদ্দেক, মাশরাফির পরপর সাজ ঘরে ফিরে যাওয়ায় হঠাৎ করে নেমে আসে নীরবতা। সহজ সমীকরণ হয়ে গেল কঠিন। বাংলাদেশের এমন পরাজয় মেনে নিতে পারছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল বাসার বাংলানিউজকে বলেন, বাংলাদেশের জন্য এ জয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল। একসঙ্গে বেশ কয়েকটি উইকেটের পতন হওয়ায় নিশ্চিত জেতা ম্যাচ হেরে গেলাম। আমি খুব হতাশ। এ ধরনের পরিস্থিতিতে ব্যাটসম্যানদের আরো অনেক দায়িত্বশীল হতে হবে।   আজকের স্কোরটা অনেক চ্যালেঞ্জিং ছিল। আমাদের খেলোয়াড়দের বিশ্বের বড় দলগুলোর মত কঠিন মুহূর্তে চাপ নেওয়ার মানসিকতার অভাব রয়েছে বলে আমার ধারণা। আমার প্রত্যাশা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে এ রকম ভুল করবে না।

বাসারের মতো বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে হতাশা। কারণ বাংলাদেশ মাত্র তিনবার ইংল্যান্ডকে হারাতে পেরেছে। এবারের দারুণ সুযোগটা কাজে লাগাতে পারেনি তারা।

বাংলাদেশ সময়:  ০০১৬ ঘণ্টা, অক্টোবর ৮
এসকেবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।