ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুযোগ নিতে পারিনি: মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
সুযোগ নিতে পারিনি: মাশরাফি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে লিড নিতে পারতো বাংলাদেশ। কিন্তু শেষের ভুলে হাতছাড়া হয়েছে সে সুযোগ।

৩১০ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষ ১৭ রানে ৬ উইকেট পড়ে গেলে ২৮৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। ২১ রানের হারের পর আক্ষেপ পুরো টাইগার শিবিরে।
 
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছে বড় আক্ষেপ সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ ফসকে যাওয়ায়, ‘যেকোনো জায়গা থেকেই এটা হতাশার। এটা আমার একার বিষয় না পুরো টিমই আপসেট। ওভার প্রতি ৭-৮ রান লাগলে হয়তো এমন ব্যাটিং করতে পারতাম। কিন্ত যখন ৫ রান লাগে তখন দেখে ব্যাটিং করা উচিত ছিল। ৩০৯ রান চেজ করে জিততে পারলে টিমের মানসিক অবস্থা, সবদিক থেকেই ভালো অবস্থানে চলে যেতে পারতো। সিরিজে এগিয়ে যাওয়ার ভালো একটা সুযোগ ছিল। সুযোগটা নিতে পারিনি। ’
 
জয়ের এত কাছে গিয়েও এমন হারের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না মাশরাফি। এজন্য বাজে শট খেলাকে দায়ী করেছেন তিনি, ‘এটা ব্যাখ্যা করা আসলে কঠিন। আস্কিং রেট যদি হয় ৪-৫ তাহলে তখন বিগ শটের প্রয়োজন হয় না। যখন আস্কিং রেট ৮ এর বেশি থাকে তখন হয়তো বিগ শট খেলতে হয়। আজ তো ওটা দরকার ছিলো না। ওদের একটা পর্যায়ে ফিল্ডিং ক্লোজ করে রাখতে হয়েছিলো। কারণ সিঙ্গেল আটকানোর প্রয়োজন ছিলো ওদের। ওই মূহুর্তে আমরা অনেক বাজে শট খেলে আউট হয়েছি।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী রোববার (০৯ অক্টেবর)। প্রথম ম্যাচে যা ভালো কিছু হয়েছে তা নিয়ে পরের ম্যাচ জিতে সিরিজে সমতায় চোখ রাখছেন মাশরাফি, এখানে হয়তোবা কিছু ভালো জিনিস হয়েছে। এগুলো পরের ম্যাচে কাজে লাগাতে পারলে হয়তো সামনে ভালো কিছুই হবে। ’     

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
এসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।