ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের অনন্য মাইলফলক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
সাকিবের অনন্য মাইলফলক সাকিব-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সাকিব আল হাসান আর রেকর্ড যেন একই নাম। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জল এ তারকা ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুর্দান্ত একটি মাইলফলক স্পর্শ করেছেন।

ইতিহাসের পঞ্চম ক্রিকেটার হিসেবে ওডিআইতে সাড়ে ৪ হাজার রান ও ২১০ উইকেটের বেশি পেয়েছেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার।

মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচে দারুণ খেলেও শেষ পর্যন্ত ২১ রানে হেরে যায়। তবে ইমরুল কায়েসের সেঞ্চুরির সঙ্গে হাফসেঞ্চুরি তুলে নেন সাকিব। করেন ৫৫ বলে ১০ চার ও এক ছয়ে ৭৯ রানের অসাধারণ এক ইনিংস।

এ ম্যাচে নামার আগে সাকিব মাইলফলক থেকে ২০ রান দূরে ছিলেন। তবে আগে বোলিং করে দুই উইকেট নিয়ে মোট ২১৪টি উইকেট শিকারি হন তিনি।

এর আগে যে চার ক্রিকেটার এই মাইলফলক স্পর্শ করেছিলেন তারা হলেন, শ্রীলঙ্কান গ্রেট সনথ জয়সুরিয়া, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও একই দলের আব্দুল রাজ্জাক।

জয়সুরিয়ার ৪৪৫ ম্যাচে মোট ১৩ হাজার ৪৩০ রানের পাশাপাশি রয়েছে ৩২৩টি উইকেট। আরেক কিংবদন্তি ক্যালিস ৩২৮ ম্যাচে ১১ হাজার ৫৭৯ রানের পাশাপাশি তুলে নিয়েছেন ২৭৩টি উইকেট।

গত ওয়ানডে বিশ্বকাপে অবসর নেওয়া আফ্রিদি ৩৯৮ ওয়ানডেতে ৮ হাজার ৬৪ রানের সঙ্গে নিয়েছেন ৩৯৫টি উইকেট। আর আব্দুল রাজ্জাক ২৬৫ ম্যাচে ৫ হাজার রানের পাশাপাশি পেয়েছেন ২৬৮টি উইকেট।

এদের মধ্যে অবশ্য সাকিব একটু ভিন্ন, কারণ এখন পর্যন্ত ১৬১টি ওয়ানডে ম্যাচ খেলা এ তারকা এখনও খেলে যাচ্ছেন। বাকি সবাই অবসরে চলে গেছেন। টাইগার দলে তার ওপরে রানের তালিকায় রয়েছেন শুধুমাত্র তামিম ইকবাল।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।