ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইমরুলকে নিয়ে শঙ্কা নেই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
ইমরুলকে নিয়ে শঙ্কা নেই ইমরুল কায়েস-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে জয়ের কাছে টেনে নিয়ে গিয়েছিলেন ইমরুল কায়েস। এ বাঁহাতি ওপেনারের ব্যাটেই শের-ই-বাংলা স্টেডিয়ামে হতে যাচ্ছিলো ইংল্যান্ড-বধ।

কিন্তু শেষের ভুলে ভেঙে যায় সে স্বপ্ন।

বাংলাদেশের হারের ম্যাচেও প্রশংসিত ইমরুলের ১১২ রানের ইনিংসটি। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে গতকাল ব্যাটিং করে গেছেন ইমরুল। শেষের দিকে রান নিয়েছেন খুড়িয়ে খুড়িয়ে। আউটও হয়েছেন ওই চোটের কারণেই।
 
৩০৯ রান তাড়া করতে নেমে ইমরুল শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। কিন্তু দুর্ভাগ্য দলীয় ২৮০ রানের সময় লেগস্পিনার আদিল রশিদের করা অনেকটা বাইরের বল এগিয়ে মারতে যাওয়া ইমরুলকে আর পেছনে ফিরতে দেয়নি হ্যামস্ট্রিংয়ের চোট। স্টাম্পড হয়ে সাজঘরে ফেরেন। বাংলাশের ম্যাচ জয়ের স্বপ্ন মূলত ওখানেই শেষ হয়ে যায়।


 
হতাশার মাঝে আশার খবর হলো, আগামীকালের ম্যাচেই (দ্বিতীয় ওয়ানডে) ইনফর্ম ইমরুলকে দলে পাওয়া যাবে।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ইমরুলের চোট নিয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এখনও ২৪ ঘন্টার মতো সময় আছে। আশা করি সে ফিট হয়ে যাবে। এই  গরমে লম্বা সময় ব্যাটিং করা খুবই কঠিন। হয়তোবা এই কারণেই হতে পারে। ফিজিও-ট্রেনার যারা আছে লিকুউড, ফ্রুট খাওয়ানো এগুলো নিয়ে কাজ করবে। ’

ফতুল্লায় বিসিবি একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি (১২১) করেন ইমরুল। সেই সেঞ্চুরি টেনে আনেন মিরপুরে। ইংল্যান্ডের বিপক্ষে সবসময়ই ভালো খেলা ইমরুল হয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ন ব্যাটসম্যান। তাইতো  ইনজুরি কাটিয়ে উঠতে থাকায় স্বস্তিতে টিম ম্যানেজম্যান্ট।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।