ঢাকা: “পাক্কা ৯ ঘণ্টা অপেক্ষার পর টিকিট হাতে পেলাম। কী আনন্দ হচ্ছে, বলে বোঝানো যাবে না।
বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে মিরপুর ১০ নম্বর এর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্থাপিত বুথ থেকে টিকিট পাওয়ার পর এমন উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলা কলেজের শিক্ষার্থী সেতু।
তিনি ভোর ৪টা থেকে লাইনে দাঁড়িয়ে ১টার পর টিকিট হাতে পান।
টিকিট পাওয়ার পর উচ্ছ্বসিত সেতু বাংলানিউজকে বলেন, “ছোট ভাইসহ খেলা দেখবো। প্রথম ওয়ানডে দেখতে চেয়েছিলাম, কিন্তু ছোট ভাই টিকিটের জন্য দাঁড়িয়ে থেকেও টিকিট পায়নি। তাই, আজ ভোরেই চলে এসেছি। খুব ভালো লাগছে। প্রার্থনা করি, বাংলাদেশ যেন, জিতে যায়। আর বৃষ্টি যেন না হয়। তাহলে কষ্ট বিফলে যাবে। ”
কথা শেষ করেই খেলার ভেন্যু শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের দিকে ছুটতে থাকেন সেতু ও তার ভাই
কোচিংয়ের ক্লাস ফাঁকি দিয়ে মাকে নিয়ে ভোর থেকে লাইনে দাঁড়িয়েছিলেন ফাহমি। শেষ পর্যন্ত তারাও টিকিট পেয়েছেন।
স্টেডিয়ামের দিকে ছুটে যাওয়ার আগে ফাহমি বাংলানিউজকে বলেন, “দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ব্যথা ধরে গেছে। টিকিট পেয়েছি, কষ্ট সার্থক। আমি আম্মু ও ছোট ভাই মিলে খেলা দেখবো। ছোট ভাইর জন্য আম্মু অনেক কষ্টে টিকিট পেয়েছেন। ”
ফাহমির বিশ্বাস, ‘আজকে বাংলাদেশ জিতবে। ”
তবে সেতু-ফাহমিদের উচ্ছ্বাসের অপর পিঠে আছে কারও কারও হতাশার গল্পও।
হতাশদের একজন মাঠে বসে খেলা দেখতে চাঁদপুর থেকে আসা জুয়েল। টিকিট না পেয়ে তিনি বাংলানিউজককে বলেন, “সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় আসছি। প্রথমবারের মতো মাঠে খেলার দেখার ইচ্ছা ছিলো। এ জন্য ভোরে এসে দাঁড়াইছি। কালোবাজারিদের পাঁয়তারা না থাকলে আমি টিকিট পেতাম। এরপরও খেলা শুরু হওয়া পযর্ন্ত অপেক্ষা থাকবো, যদি কোনোভাবে একটা টিকিট ম্যানেজ করতে পারি। খেলা দেখে তবেই বাড়ি যাবো। ”
জুয়েলের মতো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট পাননি রাব্বি, আনিক ও অপূর্ব নামে তিন ক্রিকেটপাগলসহ অনেকে। তবে, তারা প্রত্যাশা করেন বাংলাদেশ আজ ঘুরে দাঁড়াবে।
এরইমধ্যে খেলা শুরু হয়ে গেছে। টস জেতা ইংল্যান্ডের আমন্ত্রণে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
এমসি/এইচএ/