মিরপুর থেকে: বল হাতে এর চেয়ে ভালো শুরু আর কি হতে পারে? প্রথম স্পেলে ৬ ওভারে ২১ রান দিয়ে ইংল্যান্ডের তিন উইকেট তুলে নিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজা।
ইনিংসের চতুর্থ আর নিজের দ্বিতীয় ওভারে জেমস ভিন্সকে (৫) ফিরিয়ে প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন মাশরাফি।
জেসন রয়কে (১৩) ফেলেন এলবিডব্লুউ’র ফাঁদে। বেন স্টোকসকে (০) করেন সরাসরি বোল্ড। অপর প্রান্তে বাঁহাতি ঘূর্নির রাজা সাকিব আল হাসান ফেরান বেন ডাকেটকে। রানের খাতা খোলার আগেই সাকিবের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হন ডাকেট।
এ দুই বোলারের বোলিংয়ে ২৩৯ রান তাড়া করতে নেমে বিপাকে ইংলিশরা। ২৬ রান তুলতেই টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় তারা। শুধু বল হাতেই নন ব্যাট হাতেও মাশরাফি আজ দেখিয়েছেন জাদু। শেষ দিকে চার-ছক্কার ঝড় তুলে ২৯ বলে ৪৪ রানের ইনিংটাই বাংলাদেশকে এ ম্যাচে এনে দিয়েছে লড়াকু পুঁজি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৯ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি