ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টানা চতুর্থ ম্যাচে অজিদের পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
টানা চতুর্থ ম্যাচে অজিদের পরাজয় ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচেও হারলো অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন অজিদের টানা চার ম্যাচেই হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ ম্যাচে স্টিভেন স্মিথদের ৬ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

পোর্ট এলিজাবেথে আগে ব্যাটিং করা অজিরা ৩৬.৪ ওভারে মাত্র ১৬৭ রান করেই গুটিয়ে যায়। জবাবে, ৩৫.৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় প্রোটিয়ারা।

অজিদের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ম্যাথু ওয়েড। আর ৫০ রান আসে মিচেল মার্শের ব্যাট থেকে। এছাড়া, অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, হ্যাস্টিংস ব্যাট হাতে ব্যথ হন। দলপতি স্মিথের ব্যাট থেকে আসে ২১ রান।

প্রোটিয়াদের হয়ে কাইল অ্যাবোট চারটি, তাবরাইজ সামসি তিনটি আর অ্যারন ফ্যাঙ্গিসো দুটি করে উইকেট দখল করেন।

১৬৮ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার হাশিম আমলা ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার ডি কক করেন ১৮ রান। তবে, দলকে সহজ জয় পাইয়ে দিতে দলপতি ফাফ ডু প্লেসিস করেন ৬৯ রান। এছাড়া, ডুমিনি ২৫, রিলে রুশো অপরাজিত ৩৩ রান করেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ০৯ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।