ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দারুণ খেলেও দুয়োধ্বনি শুনলেন বাটলার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
দারুণ খেলেও দুয়োধ্বনি শুনলেন বাটলার ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকা ম্যাচে ব্যাট হাতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন জস বাটলার। ইংল্যান্ড অধিনায়ককে যখন ডিসিশন রিভিউ সিস্টেমে আম্পায়ার আউটের ঘোষণা দিলেন শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি ভরা দর্শকের সে কি উল্লাস।

তাসকিন আহমেদের বলে এলবিডব্লু’র ফাঁদে পড়ে বাটলার আউট হয়ে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তর্কে জড়ালেন। এ জন্যই দর্শকদের দুয়োধ্বনি শুনতে হলো ৫৭ রান করা এ ব্যাটসম্যানকে।

বাটলার যখন ড্রেসিংরুমের দিকে ফিরছিলেন দর্শকরা আওয়াজ তুললেন ‘ভুয়া ভুয়া’ বলে। তাতে হয়তো কিছুটা বিব্রত হয়েছেন বাটলার। মাথা নিচু করেই পার করেছেন বাকিটা পথ। হয়তো ড্রেসিংরুমটা অনেক দূরই মনে হচ্ছিলো তার কাছে!

দলীয় ১২৩ রানে বাটলারকে এলবিডব্লু’র ফাঁদে ফেলেন তাসকিন। ফিল্ড আম্পায়ার প্রথমে আউট না দিলে রিভিউ নিয়ে সফল হন তাসকিন। ইংলিশরা হারায় তাদের সপ্তম উইকেট।  

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।