মিরপুর থেকে: ইংল্যান্ডের সামনে টার্গেট ছোট (২৩৯), তাছাড়া উইকেটও স্লো-এ জন্যই মূলত স্পিন দিয়ে আক্রমণ দিয়ে ইনিংস সূচণা করেন সাকিব আল হাসান। অপর প্রান্তে পেস আক্রমণে মাশরাফি বিন মর্তুজা।
তবে জস বাটলার ও জন বেয়ারিস্টো জুটি বেধে চাপ সামলে সামনে এগিয়ে নিচ্ছিলেন ইংল্যান্ডকে। তাসকিন আহমেদ দ্বিতীয় স্পেলে পাঁচ ওভারে তিন উইকেট তুললে বাংলাদেশের নিয়ন্ত্রনে চলে আসে ম্যাচ। প্রথম স্পেলের দুই ওভারে ১৮ রান দেয়া তাসকিন পরের স্পেলে ৫ ওভারে ১৮ রান দিয়ে নেন তিন উইকেটে। ওখানেই লেজ বেড়িয়ে যায় ইংলিশ ইনিংসের।
তাইতো ম্যাচ জয়ের ভূমিকায় তাসকিনের করা দ্বিতীয় স্পেলটাকেই এগিয়ে রাখলেন মাশরাফি, তাসকিন দারুণ বোলিং করেছে। শুরুতে ভালো করতে না পারলেও পরের চার-পাঁচটা ওভার সে অসাধারণ বোলিং করেছে। উইকেট না নিতে পারলে হয়তো আমরা জিততে পারতাম না। তাসকিনের স্পেলটাতেই ম্যাচ হাতে চলে আসে। ’
‘সব মিলিয়ে অসাধারণ বোলিং করেছে তাসকিন। বড় বোলাররা যেভাবে বোলিং করে, আমি বলবো ও সেভাবে বোলিং করেছে। ’-যোগ করেন মাশরাফি।
বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এসকে