ঢাকা: সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৪ সদস্যের দলে যোগ হয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
মোশাররফ রুবেলের জায়গায় আবার বাংলাদেশ দলে ফিরেছেন তাইজুল ইসলাম। আফগানিস্তানের বিপক্ষে গত সিরিজে দুটি ম্যাচে খেলেছিলেন তাইজুল।
সৌম্য সরকার প্রথম দুই ম্যাচে সুযোগ না পেলেও তৃতীয় ম্যাচের স্কোয়াডে রয়েছেন। এদিকে, সৌম্যর মতো প্রথম দুই ম্যাচে না খেললেও টাইগার পেসার আল আমিন স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ ওভার বল করে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি মোশাররফ রুবেল। ফিল্ডিংয়ে নেমে সহজ দুটি ক্যাচও মিস করেছিলেন তিনি। ব্যাটিংয়ে নেমে ১৮ বলে করেছিলেন ৭ রান। যার ফলে দ্বিতীয় ম্যাচে তার জায়গায় দলে আসেন অলরাউন্ডার নাসির হোসেন।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি ১-১ এ সমতায় ফিরেছে। তাই, সিরিজের শেষ ম্যাচটিকে বলা হচ্ছে ‘অলিখিত ফাইনাল’। ১২ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৬
এমআরপি