ঢাকা: দু’বার আম্পায়ারের নির্দেশনা অমান্য করে একে অপরের সঙ্গে মৌখিক ও আক্রমণাত্মক আচরণ অব্যাহত রাখেন তাবরিজ শামসি ও ম্যাথু ওয়েড। দু’জনকেই ম্যাচ ফি’র ২৫ শতাংশ হারে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া চতুর্থ ওয়ানডেতে (৯ অক্টোবর) এমন ঘটনা ঘটে। অজিদের ১৬৭ রানে গুটিয়ে দিতে তিন উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাঁহাতি স্পিনার শামসি। ছয় উইকেট হাতে রেখেই অনায়াসেই জয় তুলে নেয় প্রোটিয়ারা। স্মিথদের সামনে এবার হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। কেপটাউনে ১২ অক্টোবর পঞ্চম ও শেষ ওয়ানডে।
অস্ট্রেলিয়া ইনিংসের ১৭তম ওভারে দু’বার আম্পায়ারের কথা অমান্য করেন ওয়েড ও শামসি। সিঙ্গেল রান নেওয়ার সময় ক্রিজের বাইরে দাঁড়ানো শামসির শরীর ঘেঁষে যান ওয়েড (৫২)। তার আগেই দু’জন একে অপরের সঙ্গে আক্রমণাত্মক ভাষায় প্রতিক্রিয়া দেখান। এমন আচরণ প্রদর্শন করেন যা ক্রিকেটীয় সৌন্দর্যের পরিপন্থী।
ম্যাচ রেফারি ক্রিস ব্রডের আনা প্রস্তাবিত জরিমানা মেনে নিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়েড। অন্যদিকে, নিজেকে নির্দোষ দাবি করেন শামসি। পরে পোর্ট এলিজাবেথের টিম হোটেলে অনুষ্ঠিত শুনানিতে প্রমাণ হিসেবে ভিডিও চিত্র ব্যবহার করা হয়।
লেভেল ১-এর সব ধরনের অপরাধের সর্বনিম্ন শাস্তি অফিসিয়াল তিরস্কার আর সর্বোচ্চ ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা এবং একটি বা দু’টি ডিমেরিট পয়েন্ট।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এমআরএম