ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার কোহলির হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এবার কোহলির হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আনুষ্ঠানিকভাবে ক’দিন আগেই পাকিস্তানের টেস্ট দলপতি মিসবাহ উল হকের হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড তুলে দিয়েছিলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। এবার সেই দণ্ড উঠলো ভারতের টেস্ট দলপতি বিরাট কোহলির হাতে।

আর সেটি তুলে দেন ভারতের সাবেক দলপতি সুনীল গাভাস্কার।

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠার স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ এ পুরস্কার গ্রহণ করেছিলেন পাকিস্তান টেস্ট অধিনায়ক। অফিসিয়ালি এরপর আর র‌্যাংকিং প্রকাশিত হয়নি। তবে, সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের পরই আইসিসি তাদের র‌্যাংকিং প্রকাশ করবে। যাতে নিশ্চিতভাবেই এক নম্বরে উঠে আসবে টিম ইন্ডিয়া।

গত ২১ সেপ্টেম্বর মিসবাহর হাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড অ্যাওয়ার্ডটি প্রদান করেন রিচার্ডসন। হোম সিরিজে নিউজিল্যান্ডকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হারাতে পারলে ভারতের সামনে ছিল হারানো অবস্থান পুনরুদ্ধারের সুযোগ। সেটিই করে দেখিয়েছে কোহলি বাহিনী। তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে নিজেদের পরবর্তী টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম পাকিস্তান।

সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা পাকিস্তানের সংগ্রহ ১১১ রেটিং পয়েন্ট। এক রেটিং পয়েন্টে পিছিয়ে থেকে দুইয়ে ভারত। ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। রেটিং পয়েন্ট সমান হলেও পয়েন্টের ভগ্নাংশ হিসেবে পিছিয়ে থাকায় চারে ইংল্যান্ড। পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকা (৯৬)। এর পরেই যথাক্রমে শ্রীলঙ্কা (৯৫), নিউজিল্যান্ড (৯৫), ওয়েস্ট ইন্ডিজ (৬৭), বাংলাদেশ (৫৭), জিম্বাবুয়ে (৮)।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।