ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পেছনের ঘটনা ভুলে জিততে মরিয়া ইংল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
পেছনের ঘটনা ভুলে জিততে মরিয়া ইংল্যান্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চট্টগ্রাম থেকে: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে জস বাটলার আর বেন স্টোকসের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের যে বাকবিতণ্ডা হয়েছিল, সেসব ছাপিয়ে দুই দলই এখন সিরিজের তৃতীয় ম্যাচ নিয়ে ভাবছে। ‘অঘোষিত ফাইনাল’ হিসেবে রূপ নেওয়া শেষ ওয়ানডের আগে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা আর ইংল্যান্ডের প্রতিনিধি হয়ে মঈন আলি সংবাদ সম্মেলনে এমন আভাসই দিয়েছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ শুরুর আগের দিন মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে মিরপুরের আলোচিত ঘটনার থেকে বেশি প্রধান্য পায় সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে।

গত ৯ অক্টোবর মিরপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের উইকেটের পতনের পর উল্লাসে মাতে বাংলাদেশ দল। কিন্তু উদযাপন সহ্য হয়নি বাটলারের। তিনি সেসময় টাইগার ক্রিকেটারদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। করমর্দনের সময় জনি বেয়ারস্টোর সঙ্গে ধাক্কা লাগে তামিম ইকবালের। এরপর তামিমের সঙ্গে বিতণ্ডায় জড়ান বেন স্টোকস। তবে, ইংলিশ অলরাউন্ডার মঈন জানালেন, পেছনের ঘটনা ফেলে এখন তাদের মনোযোগ ক্রিকেটেই।

দ্বিতীয় ম্যাচের পরে ম্যাচ রেফারি জরিমানা করেন মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমানকে। তিরস্কার করা হয় বাটলারকে।

সংবাদ সম্মেলনে ইংলিশ দলের প্রতিনিধি হয়ে আসা মঈন জানান, ‘ওই ম্যাচে কয়েকজন খেলোয়াড় খুব উত্তেজিত হয়ে পড়েছিল। যেকোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় এমন হওয়াটা স্বাভাবিক। আমাদের কয়েকজন মেজাজ হারিয়েছিল, বাংলাদেশের ক্রিকেটাররাও তাই। সেটা এখন অতীত। পেছনের ঘটে যাওয়া ঘটনা নিয়ে থাকলে চলবে না। আমাদের সামনের দিকে তাকাতে হবে। আমাদের মনোযোগ শুধু খেলাতেই। ’

মঈন আরও যোগ করেন, ‘বাংলাদেশ স্বাভাবিকভাবেই উদযাপন করেছিল। তাদের দিক দিয়ে দেখলে সেটি স্বাভাবিকই লাগবে। তবে প্রতিপক্ষকে সম্মান জানানোর কথাটাও খেয়াল রাখতে হয়। আমার মনে হয়, এটি দুদলকেই আরও তাতিয়ে দেবে। দু’দলই সিরিজ জিততে মরিয়া হয়ে থাকবে। স্বাগতিকরা নিজেদের মাটিতে টানা ছয়টি সিরিজ হারেনি, আমরা অবশ্যই তাদের হারাতে চাই। আমাদের ক্রিকেটার থেকে শুরু করে দলপতিও মরিয়া বাংলাদেশকে শেষ ম্যাচে হারিয়ে সিরিজ জেতার জন্য। ’

বুধবার (১২ অক্টোবর) সিরিজ নির্ধারণী ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে সফরকারী ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।