ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কিউইদের হোয়াইটওয়াশ করলো টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
কিউইদের হোয়াইটওয়াশ করলো টিম ইন্ডিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টেও জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। ৩২১ রানে টিম ইন্ডিয়ার বিপক্ষে হারের ফলে ৩-০ তে হোয়াইটওয়াশ হতে হলো কিউইদের।

এক রবীচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতেই নাকাল হতে হয় কিউইদের। দুই ইনিংস মিলিয়ে ১৩টি উইকেট দখল করেছেন তিনি। বিরাট কোহলি, আজিঙ্কা রাহানের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন চেতশ্বর পুজারা।

এর আগে রানের পাহাড় গড়া স্বাগতিক ভারত বেশ শক্ত অবস্থানে থেকে ৪৭৫ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেয় সফরকারী নিউজিল্যান্ডকে। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার এক বল আগে অলআউট হয় সফরকারীরা। ১৫৩ রানে গুটিয়ে যায় কেন উইলিয়ামসনের দলটি।

প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ৫৫৭ রান। স্বাগতিকদের ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমে সবক’টি উইকেট হারিয়ে ২৯৯ রান তোলে কিউইরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারত ৩ উইকেটে ২১৬ রান তুলে আরেকবার ইনিংস ঘোষণা করে। জবাবে, ৪৭৫ রানের টার্গেটে রান তাড়া করতে নেমে ৪৪.৫ ওভার ব্যাট করে কিউইরা তোলে মাত্র ১৫৩ রান।

টস জিতে ব্যাট করা ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি করেন দলপতি বিরাট কোহলি। এছাড়া, মাত্র ১২ রানের জন্য ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হন আজিঙ্কা রাহানে। নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে কোহলি স্পর্শ করেন টেস্ট ক্যারিয়ারে তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এক পঞ্জিকাবর্ষে দুটি ডাবল সেঞ্চুরি করা মাত্র পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান কোহলি। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে তিনি দুটি ডাবল সেঞ্চুরি করে ইতিহাসও গড়েন। আগেরটি সেঞ্চুরিটি ছিল গত জুলাইয়ে। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় করেছিলেন ২০০ রান।

এর আগে ওপেনার মুরালি বিজয় ১০ এবং গৌতম গম্ভীর ২৯ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা চেতস্বর পুজারার ব্যাট থেকে আসে ৪১ রান। চার নম্বরে নামা কোহলি করেন ২১১ রান। তার ৩৬৬ বলের ইনিংসে ছিল ২০টি বাউন্ডারি। আর ব্যক্তিগত ১৮৮ রানের মাথায় আউট হন রাহানে। পাঁচ নম্বরে নামা রাহানে তার ইনিংস সাজান ৩৮১ বলে ১৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে। রাহানের সঙ্গে কোহলি গড়েছেন চতুর্থ উইকেটে ভারতের সবচেয়ে বড় জুটি (৩৬৫ রান)।

রোহিত শর্মা ৫১ এবং রবীন্দ্র জাদেজা ১৭ রান করে অপরাজিত থাকেন। এই সিরিজে রোহিত শর্মার এটি তৃতীয় হাফ-সেঞ্চুরি। দিনের খেলা ১১ ওভার বাকি থাকতেই ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া।

কিউইদের হয়ে দুটি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট এবং জিতান প্যাটেল। একটি উইকেট পান মিচেল স্যান্টনার।

দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে কিউই ওপেনার মার্টিন গাপটিল ১৭ এবং টম ল্যাথাম ৬ রান করে অপরাজিত থাকেন। ভারতের থেকে সফরকারীরা ৫২৯ রান পিছিয়ে থেকে শুরু করে ওপেনিং জুটিতে ১১৮ রান তুললেও পরে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি জাদুতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

গাপটিল ৭২ আর ল্যাথাম ৫৩ রান করে বিদায় নেন। মিডলঅর্ডারে কেন উইলিয়ামসন, রস টেইলর আর লুক রঞ্চি ব্যাট হাতে ব্যর্থ হন। ছয় নম্বরে নামা জেমস নিশাম করেন দ্বিতীয় সর্বোচ্চ ৭১ রান। এছাড়া, ওয়াটলিং ২৩, স্যান্টনার ২২, প্যাটেল ১৮ আর হেনরি ১৫ রান করেন।

অশ্বিন একাই ৬টি উইকেট তুলে নেন। এছাড়া, ভারতের হয়ে দুটি উইকেট দখল করেন রবীন্দ্র জাদেজা।

২৫৮ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ওপেনার গৌতম গম্ভীর ৫০, মুরালি বিজয় ১৯, বিরাট কোহলি ১৭ রান করে বিদায় নেন। পুজারার ব্যাট থেকে আসে অপরাজিত ১০১ রান। আর ২৩ রানে অপরাজিত থাকেন রাহানে। ২১৬ রান তুলে ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া।

৪৭৫ রানের টার্গেটে নেমে কিউইদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন টেইলর। ২৯ রান করে বিদায় নেন গাপটিল আর উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ২৭ রান। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসেও বল হাতে জাদু দেখান অশ্বিন। একাই ৭টি উইকেট তুলে নেন এই স্পিনার।

তিন ম্যাচ টেস্ট সিরিজে ৩-০ তে সিরিজ নিশ্চিত করলো ভারত। পাকিস্তানকে হটিয়ে টেস্ট র‌্যাংকিংয়েও আবারো এক নম্বরে উঠলো কোহলির দল।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।