ঢাকা: প্রথম ইনিংসে ৩৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা রাজশাহী ৭ উইকেট হারিয়ে ম্যাচের শেষ দিনে তুলেছে ২৩৩ রান। এ ম্যাচে ফলাফল পেতে হলে রংপুরের বোলারদের জ্বলে উঠতে হতো।
সায়মন ৯৪ রান করে সাঞ্জামুলের শিকার হন। ৫২ রান করা জাহিদও ফেরেন এ বাঁহাতি স্পিনারের বলে।
বিকেএসপির তিন নম্বর মাঠে টায়ার-১ এর ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে আগের দিনের বিনা উইকেটে ৩২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে রাজশাহী। ওপেনিং জুটি টেনে নেন ১৩৫ অব্দি। এরপর আর বড় জুটি হয়নি রাজশাহীর ইনিংসে।
সাঞ্জামুল ইসলাম চারটি ও মামুন হোসেন নিয়েছেন তিনটি উইকেট।
রংপুরের করা ২৩৪ রানের জবাবে ২৬৮ রানে শেষ হয়েছে রাজশাহীর ইনিংস। রাজশাহী ৮ ও রংপুর পেয়েছে ৬ পয়েন্ট।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি