ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইফতেখার-আরিফের ব্যাটে হার এড়ালো চট্টগ্রাম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
ইফতেখার-আরিফের ব্যাটে হার এড়ালো চট্টগ্রাম

ঢাকা: জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের তিন ড্র ম্যাচের পর চট্টগ্রাম-রাজশীর ম্যাচ নিয়েই যা একটু আশা ছিল ফলাফল হওয়ার। চতুর্থ দিনের শেষ ঘণ্টার খেলা শুরুর আগে ১৩৮ রানে চট্টগ্রামের ৮ উইকেট ফেলে দিয়ে ম্যাচ জয়ের দারুণ সম্ভাবনা জাগায় সিলেট।

 

তবে ইফতেখার সাজ্জাদ ও আরিফ আহমেদের উইকেট আগলানো ব্যাটিং ম্যাচে ফলাফল হতে দেয়নি। এ জুটি ১১ ওভার উইকেটে কাটিয়ে দিলে জয়বঞ্চিত হয় সিলেট। জুটি ভাঙার পরই আলোর ‍অভাবে দিনের খেলা শেষ হয়ে গেলে ড্র হয় ম্যাচটি। তাদের জুটিটি ভাঙে রাহাতুল ফেরদৌসের বলে আরিফ হোসেন বোল্ড হলে। আরিফ ২৯ বল মোকাবেলায় করেন ১ রান। ইফতেখার সাজ্জাদ ৪৫ বলে একটি চারে ৬ রানে অপরাজিত থাকেন।

রাহাতুল ফেরদৌস একাই নেন পাঁচ উইকেট।
 
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে আগের দিনের করা দুই উইকেট হারিয়ে ৭৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে চট্টগ্রাম। জাকির হাসানের ৮৬ ও অলক কাপালির অপরাজিত ৫৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ২৪৩ রান করার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সিলেট।

প্রথম ইনিংসে ১২৯ রানে এগিয়ে থাকায় চট্টগ্রামের টার্গেট দাঁড়ায় ৩৭৩। শেষ পর্যন্ত ৫৭.৩ ওভারে ৯ উইকেটে হারিয়ে ১৪৬ রান তোলার পর ড্র হয় ম্যাচটি।

প্রথম ইনিংসে অলক কাপালি ও শাহনুর রহমানের সেঞ্চুরিতে ৪৪৪ রান করে সিলেট। জবাবে ৩১৫ রানে ‍অলআউট হয় চট্টগ্রাম।

ম্যাচ সেরা হয়েছেন শাহনুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।