ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্রুত উন্নতি করছেন মোস্তাফিজ

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
দ্রুত উন্নতি করছেন মোস্তাফিজ

ঢাকা: বাংলাদেশ ও ইংল্যান্ড দল চলে গেছে চট্টগ্রামে। সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ‘ফাইনাল’ ম্যাচে অংশ নেবে দুই দল।

মিরপুরে তাই নীরবতা। এমন সুযোগেই শের-ই-বাংলা স্টেডিয়ামের সবুজ চত্ত্বর দাঁপিয়ে বেড়ালেন মোস্তাফিজুর রহমান।  

৩০ মিনিটের রানিং সেশন শেষ করতেই শরীর থেকে ঘাম ঝড়তে শুরু করলো অঝোরধারায়। কিন্তু চেহারায় নেই ক্লান্তির বিন্দুমাত্র রেশ। খুব হার্ডওয়ার্ক করলেন আজ? মুখে চওড়া হাসি ধরে রেখে মোস্তাফিজের এক শব্দের উত্তর ‘হ্যাঁ’। বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলামও দৌঁড়েছেন মোস্তাফিজের সঙ্গে। তার কাছেই জানা গেল অমন পরিশ্রমের পরও আজ কেন প্রফুল্লচিত্তে মোস্তাফিজ।

এক মাস ধরে মোস্তাফিজকে নিয়ে কাজ করছেন ইফতেখারুল ইসলাম। দুই সেশন পর পর ৫ মিনিট করে বাড়বে মোস্তাফিজের রানিং। সপ্তাহে একটা সেশন। সে হিসেবে এক মাস পর ২০ মিনিট রানিং করার কথা। কিন্ত মোস্তাফিজ করলেন ৩০ মিনিট! 

ট্রেনারদের প্রত্যাশার মাপকাঠি আসলে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজ। ৩০ মিনিট রানিং শরীরের সঙ্গে মানিয়ে নিয়ে মোস্তাফিজ এবার করতে চাচ্ছেন সাটল বেসড রানিং। জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন অনুমতি দিলে এক সপ্তাহ পর নির্দিষ্ট দূরত্ব সেট করে রানিংয়ে বৈচিত্র্য আনবেন মোস্তাফিজ। তার কিছুদিন পর হয়তো মোস্তাফিজকে দেখা যাবে বল হাতেও।  

ইফতেখারুল জানালেন, ‘আমরা ১৫ মিনিট থেকে রানিং শুরু করেছিলাম। দুই সেশন পর পর রানিংয়ের সময় ৫ মিনিট করে বাড়িয়েছি। আজ ৩০ মিনিটে এসে পৌঁছেছে। এখন মোস্তাফিজ সাটল বেসড রানিং উইথ ভেরিয়েশনে যেতে চাচ্ছে। মোস্তাফিজের বর্তমান অবস্থা আমরা মারিও ভিল্লাভারায়নকে (জাতীয় দলের ট্রেনার) জানাবো। তিনি অনুমতি দিলে আমরা এটা অ্যাপ্লাই করবো। ’ 

ইংল্যান্ড সিরিজ শেষে ফিজিও ও ট্রেনার মোস্তাফিজকে পর্যবেক্ষন করবেন। সব ঠিক থাকলে বোলিং করার অনুমতিও পেতে পারেন এ বাঁহাতি পেসার।  

ট্রেনার ইফতেখারুল জানান, ‘হয়তো ইংল্যান্ড সিরিজের পরই মোস্তাফিজের রেঞ্জ অব পোশর্ন স্ট্রেন্থ কতটা বেড়েছে, বিশেষ করে হাতের স্ট্রেন্থ ও তার স্থায়িত্ব কি পরিমান উন্নতি করেছে তা দেখা হবে। পরের ধাপে দিনে কয়টা বল করার সক্ষমতা থাকবে এসব ব্যাপার আসবে। ’

ইনজুরির পর কাঁধের অস্ত্রোপচারের কারণে ইংল্যান্ড সিরিজে খেলা হচ্ছে না মোস্তাফিজের। মোস্তাফিজ ফিট থাকলে কি যে হতো-এমন কথা প্রায়ই শোনা যায় ভক্তদের মাঝে। এই আক্ষেপ হয়তো বেশি দিন বয়ে বেড়াতে হবে না।
কেননা দ্রুতই উন্নতি করছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ।  

ডিসেম্বরে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের আগেই মোস্তাফিজ পুরোপুরি ফিট হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। মোস্তাফিজের উন্নতি যে হচ্ছে খুব দ্রুত।

গত ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাটার মাস্টারের কাঁধে অস্ত্রোপচার করেন বিখ্যাত অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। পুরোপুরি ফিট হতে ৫-৬ মাসের মতো লেগে যেতে পারে বলে জানা যায় তখন। তবে পুণর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা মোস্তাফিজের উন্নতি যেভাবে হচ্ছে তাতে ওই সময়ের বেশ আগেই ফিট হয়ে উঠতে পারেন বিশ্ব ক্রিকেটে বিস্ময় সৃষ্টি করা এই পেসার।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।