ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

স্কোয়াড নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
স্কোয়াড নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নিউজিল্যান্ড সফরের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে দুই সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ। প্রস্তুতি ক্যাম্পের জন্য ঘোষিত ২২ সদস্যের দলে নেই রুবেল হোসেন, আল আমিন হোসেন ও নাসির হোসেনের মতো পরীক্ষিত ক্রিকেটার।

এ তিনজনকেই রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের দেয়া হয়েছে বিদেশ সফরের সুযোগ। এর কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।  

শনিবার (০৫ নভেম্বর) মোহাম্মদপুরের বাসায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘বর্তমান পারফরম্যান্স দেখলে ইংল্যান্ড সিরিজে খেলা কিছু প্লেয়ারকে আমরা বাদ দিয়েছি? তেমন কোনো প্লেয়ারকে বাদ দেইনি। সে হিসেবে বিবেচনায় আনা হয়েছে সাম্প্রতিক পারফরম্যান্স। ইংল্যান্ড সিরিজের আগে আমরা টেস্ট খেলেছি দেড় বছর আগে, সে হিসেবও বিবেচনায় আনা হয়েছে। ’

‘ব্যাটসম্যানদের ৬ জন সব ফরম্যাটেই খেলছে। ফাস্ট বোলারদের ক্ষেত্রে আমরা অনেক চিন্তা-ভাবনা করেছি। বেস্ট পসিবল সাইড করার চেষ্টা করেছি। ম্যানেজমেন্টের সবাই একমত হয়েই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। ’-যোগ করেন মিনহাজুল আবেদিন।  

রুবেল, নাসির ও আল আমিনের বাদ পড়ার কারণ বলতে গিয়ে মিনহাজুল আবেদিন জানান, ‘আফগানিস্তান সিরিজে রুবেলের পারফরম্যান্স ভালো ছিলো না। স্কিল বোলিং ফিটনেসে ওর ঘাটতি চোখে লেগেছে। ছন্দ ফিরে পেলে ভবিষ্যতে ফিরবে। নাসির হোসেনের জায়গায় মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোমের মতো ক্রিকেটার রয়েছে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আল আমিনকে বাদ দেয়া হয়েছে। এরা তিনজনই স্ট্যান্ডবাই হিসেবে আছে। পারফরম্যান্স দেখাতে পারলে এ সিরিজে না হোক, পরের সিরিজে তারা বিবেচনায় থাকবে। ’ 

** নিউজিল্যান্ড সফরে প্রাথমিক স্কোয়াড, ফিরলেন মোস্তাফিজ
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০৫ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।